নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

হাবিজাবি

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯

অনেকদিন পরে লিখছি...কাজের ব্যস্ততায় ডুবে ছিলাম একেবারে! নতুন কাজে ঢুকছি ২ দিন পর থেকে। আজ আমার এই অফিসে শেষ দিন। নতুন অফিসে নতুন মানুষজন, ভিন্ন ধরনের কাজ.. একটু টেনশন কাজ করছে আমার মধ্যে! সবার কাছে দোয়াপ্রার্থী..
শেষদিনের কাজে একটা সেমিনারে গেলাম, অটিজমের উপরে। আমাদের একজন সহকর্মী সেমিনারটি প্রেজেন্ট করলেন, কারন তার ছোট মেয়েটি অটিস্টিক। লেকচার দিতে গিয়ে উনি কেঁদে ফেললেন..খুব খারাপ লাগলো একটা ব্যপার চিন্তা করতে গিয়ে যে, কতদিন উনাকে অমিশুক, গ্রাম্পি মনে করেছি, কারন কম কথা বলেন দেখে..অথচ কি নিদারুন কস্ট নিয়ে উনি প্রতিদিন কাজে আসছেন, আমরা সেটার খবরই জানিনা! আসলে আমাদের সবার উচিৎ সহকর্মীদের মাঝেমাঝে খোঁজখবর নেয়া, আর অকারনে কাউকে ভুল বোঝা!

ব্লগের একজনকে অনেকদিন যাবত দেখছিনা..কংকাবতী রাজকন্যা! উনার কি হয়েছে, কে্উ জানেন?..উনার লেখা বেশ মিস্‌ করি! দোয়া করি উনি যেখানেই থাকেন, ভাল থাকেন!
এবার স্প্রীং সিজনে বরফের অত্যাচারে একেবারে অতিস্ঠ হয়ে গেছি..এপ্রিল মাস, এখনও গাছে চেরী ফুলের কুড়ি দেখছিনা! সব মিলিয়ে একটা ডিপ্রেসিং অবস্থা। কবে যে সামার আসবে!...একটু হাপ ছেরে বাঁচবো!
ছেলেমেয়ের স্কুল, কলেজ খুলে যাবে সোমবার থেকে, সেদিন থেকে আমারো নতুন কাজ..নিঃশ্বাস ফেলতে পারবনা, আবার কবে লিখতে পারব, কে জানে! তবে পড়ে যাব সবার লেখা.. আমার পড়তেই ভাল লাগে!




আমার এই পথ দিয়ে প্রতিদিন কাজে যেতে হত, এই পথটাকে খুব মিস্‌ করব! (ছবি আমার তোলা না, গুগল থেকে নেয়া)

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১০

বিদেশে কামলা খাটি বলেছেন: এটা কোন দেশ?

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২১

কাতিআশা বলেছেন: নিউ ইয়র্ক, আমেরিকা।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর স্মৃতিচারণ।

ভাই ব্লগে অনিয়মিত হয়ে গেলে সমস্যা।

বেশি বেশি মন্তব্য করুণ।

ব্লগে নিয়ম করে সময় দিন।

ভাল পোস্ট দিন।

ধন্যবাদ।

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২১

কাতিআশা বলেছেন: ধন্যবাদ মতমতের জন্য!

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪

নীল মনি বলেছেন: একজন মানুষ সম্পর্কে আমরা অনেক রকম ধারণা পোষণ করি একটু গভীরে গেলে দেখা যায় আমরা যা ভাবি তা আসলে ঠিক না।
সমস্যা আসলে আমাদের না,সমস্যা হল এভাবেই বেড়ে উঠেছি।
লেখাটি পড়ে মনে হল লেখক ভীষণ ব্যস্ত ঠিক গ্রীষ্মকে কাছে পাওয়ার মত চাওয়ার সে ব্যস্ততা।
গ্রীষ্ম এসে যাবে তার আগে আপনি চলে আসুন আপনার ব্লগের বাড়িতে।
আপনার এখানে প্রথম এলাম চা খাওয়াবেন কিন্তু :)

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০২

কাতিআশা বলেছেন: চা খেতে চলে আসুন আমার এখানে...খুশি হলাম মন্তব্য পেয়ে!

৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................................ নববর্ষের শুভেচ্ছা।
............ব্লগে স্বাগতম।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০৪

কাতিআশা বলেছেন: নববর্ষের শুভেচ্ছ আপনাকেও!

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: স্মৃতিচারণ ভাল্লাগ্লো

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

কাতিআশা বলেছেন: ধন্যবাদ মন্র্তব্যের জন্য!

৭| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৮:৪৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপা। আপনাকে কি মন্তব্য করবো, কি বলে ধন্যবাদ দেবো জানিনা। একদিন আপনি বলেছিলেন, আমার জন্য নাকি আপনি ফের ব্লগে এসেছেন। সেদিনও অবাক হয়েছিলাম। আজও হলাম। সকালটাই অদ্ভুত সুন্দর হয়ে গেলো আমার।

হ্যাঁ আমরা মানুষকে দেখে অনেক সময় অনেক কিছুই ভেবে নেই তাদের সম্পর্কে। ভেতরের কষ্ট, দুঃখ বা পারিপার্শ্বিকতা জানিনা। জানতে পেলে হয়ত দেখা যেত এমন অনেক কিছুই ।


এতগুলো মানুষের ভেতরে আপনি আমাকেই এখানে মিস করেছিলেন জেনে নিজেকে অপরাধী লাগছে। কথা দিলাম যখনই লগ ইন হবো আপনাকে দেখে যাবো। জানিয়ে যাবো। অনেক ভালোবাসা। অনেক ভালো থাকবেন।

০৮ ই মে, ২০১৮ রাত ১:৫৫

কাতিআশা বলেছেন: সত্যি খুব আপসেট ছিলাম তোমার অনুপস্থিতি তে!..নতুন কাজের চাপে হিমসিম খাওয়ার অবস্থা, একদম সময় পাইনা নতুন লেখা দেয়ার! সারাদিন কনস্ট্রাকশন সাইটে থাকতে হয়, দিনশেষে ছেলেমেয়ের তদারকি,রান্নার জোগার,---ঘুমে চেখ ভেংগে আসে,..টাফ লাইফ, যাকে বলে একেবারে কামলা...লেখা পড়তেই এখন ভাল লাগছে!

৮| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, নতুন কাজে এতদিনে এ্যাডজাস্ট হয়ে গেছেন। কেমন লাগছে??
একজন সহব্লগারের অনুপস্থিতিতে তার জন্য আপনার উদ্বেগের কথা জানতে পেরে মুগ্ধ হ'লাম, আশ্বস্তও হলাম এই ভেবে যে আমাদের কথাও কেউ না কেউ হয়তো ভাবে(?)!
কঙ্কাবতী রাজকন্যা এর মন্তব্যটাও (৭ নং) ভাল লাগলো।

২৯ শে মে, ২০১৮ রাত ৯:২৫

কাতিআশা বলেছেন: খুব চাপ নতুন কাজে..সারাদিন সাইট অফিসে থাকতে হয়..ইনস্পেকশন এর জন্য। একদম লিখার সময় পাচ্ছিনা,... আপনার মন্তব্য খুব ভাল লাগল! দেখি, আবার কবে সময় পাই নতুন লেখা দেয়ার!

৯| ০৮ ই জুন, ২০১৮ রাত ৩:২৭

ওমেরা বলেছেন: একটা সুস্থ্য বাচ্চা আল্লাহর কত বড় নিয়ামত।অটিস্টিক বাচ্চার বাবা মায়ের কতটা কষ্ট এরকম বাচ্চা যার আছে সেই শুধু বুঝতে পারবে ।

আপু কেমন আছেন ব্যাস্ততা কি এখন ও কমেনি আপু?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৪

কাতিআশা বলেছেন: ব্যাস্ততা একই রকম আছে..ব্লগে আসাই হয়না একেবারে!

১০| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৭

মলাসইলমুইনা বলেছেন: লেট লতিফ হলেও আসলাম I সবার মতো আমিও বলি ব্যস্ততার মধ্যেও একটু সময় করুন ব্লগের আর আমাদের জন্য I আপনাকে মিস করি কিন্তু ব্লগে |

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৯

কাতিআশা বলেছেন: মিস করছেন জেনে inspired হলাম! থ্যাংকস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.