নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

নির্বংশ

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮



সেলুনে যাব। ছেলেদের চুল কাটাতে।

দু'জনকে চেয়ারে বসানোর পরও দেখি একটা চেয়ার খালি। আর তার পাশে মিনতিভরা চোখে এক নাপিত তাকিয়ে আছে আমার দিকে।

চেয়ার খালি। নাপিতটাও ফ্রি। বসেই পড়লাম।

ব্যাটা মাথায় হাত দিয়েই মিহি গলায় বলে উঠলঃ

"স্যার, খুশকির একটা দারুন ট্রিটমেন্ট আচে। একদম নির্বংশ করে দোবো। না...না...আপনার কথা বলিনি।...ভয়ের কিছু নেই। খুশকির গুষ্টির ভুষ্টিনাশ করে ছাড়ব - এই বলে দিলুম।"

"কত লাগবে?"

হাত কচলে বললো, "এই হাজারখানেক।"

"থাকবে না, ঠিক?" ভুরু কুঁচকে তাকালাম।

"কি বলচেন স্যার? কতজন করেচে। এই তো, সামনের বিল্ডিং এর এক স্যার প্রতি সপ্তাহে করান। চার রকম তেল লাগে। দুইটা কিরিম। এরপর ইস্টিম মারব।"

"চালাও তাহলে।" এবং চললও। আধ ঘন্টাটাক। কড়কড়ে এক হাজার টাকার নোট ভুস করে উড়ে গেল খুশকির সাথে।

বিকেলে কালো টি শার্ট পরে চুল আঁচড়াচ্ছি। কাঁধের দিকে তাকিয়ে দেখি - বন্ধু আমায় ছেড়ে যায়নি মোটেই।

তখন বুঝলাম, প্রতি সপ্তাহে সেই স্যারের খুশকি কিভাবে নির্বংশ হয়।
..............................................
নিকেতন/২৩ জানুয়ারি ২০১৭

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:১৬

ওমেরা বলেছেন: আপনি তো একটা বোকা ভাইয়া !!! নির্বংশ যদি হবে তাহলে প্রতি সপ্তাহ করা লাগবে কেন !!

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২২

মন থেকে বলি বলেছেন: বোকা বললেন?
অনেক ধন্যবাদ।
আমার বউ রামগর্দভ ডেকেছিল।

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৫৭

কালীদাস বলেছেন: লেখা নিয়ে কিছু বলার নাই।
আমার কাছে ছবির কেঁচিটা পছন্দ হৈছে খুব :D

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৪

মন থেকে বলি বলেছেন: ওই ব্যাটা পারলে এই কেঁচিই চালাতো।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১৮

ওমেরা বলেছেন: ভাইয়া আপনি কি মাইন্ড করেছেন ? আমি তো ভাইয়া দুষ্টামী করে বলেছি মাইন্ড করিয়েন ভাইয়া ।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

মন থেকে বলি বলেছেন: কি বিপদ! আমি তো খুশি হলাম।
তাই তো বিরাট থ্যাংকু।
কিন্তু আজও সেই হাজার টাকার শোক ভুলতে পারিনা। (কান্নার ইমো বুঝে নেন)

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:২০

আরণ্যক রাখাল বলেছেন: হা হা।
প্রতি সপ্তাহে গুষ্টিনাশ!

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

মন থেকে বলি বলেছেন: অব্যর্থ শব্দ - গুষ্টিনাশ। সাধু...সাধু..!

৫| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মজার ঠকবাজী খাইছেন!!!

৬| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩২

মন থেকে বলি বলেছেন: সেই...!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.