নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

মিস কল

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫

মোবাইলে বউ এর নম্বর সেভ করেছিলুম 'LOVE' নামে।

নামকরণের তিন সার্থকতাঃ
আমি তাকে বহুৎ কষ্টে লাভ করেচি।
এখনও 'লাভ' করে যাচ্চি
আর বিয়ে করে অনেক লাভ হয়েচে।

তো আজ বিকেলে হঠাৎ ফোনে ক্যাড়াং ক্যাড়াং শব্দ। ডিসপ্লেতে দেখলুম, Love...

(যথাসম্ভব) স্টাইল মেরে বললুম - হ্যালো।
শোনাল 'হ্যাল্লাওওও'।

"এই, গাড়ি কই? জলদি গাড়ি আন।"

আমি ভ্যাবাচাকা! মতিঝিল থেকে আমি গাড়ি নিয়ে গুলশান যাব? এখন...?? কি জন্য...??

গলায় আরও মধু ঢাললুম - "এখনই আসতে হবে?"

"অহ...তুমি...! আমি তো ড্রাইভারকে ফোন করেছি। রাখ।"
.
.
.
মোরাল অফ দ্য স্টোরিঃ
---------------------
সম্পর্কের ১৯ বছর পর গাড়ির ড্রাইভারের 'হ্যালো' আর বাড়ির ড্রাইভারের 'হ্যাল্লাওও' একই রকম শোনায়।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

ওমেরা বলেছেন: হি হি হি হি হি আমি হাসতে হাসতে শেষ ।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫০

মন থেকে বলি বলেছেন: আমার অবস্থা টা একবার ভাবেন

২| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬

নাদিম আহসান তুহিন বলেছেন: হাহহা

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫২

মন থেকে বলি বলেছেন: হো হো হো। মজা পেয়েছেন তো?

৩| ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই, মন থেকে বলে গেলাম।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ। আপনি মজা পেয়েছেন, এই তো আসল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.