নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

উড়ে যাওয়া সুখ

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯



উড়ে যাওয়া সুখ
----------------

পাখি নয়, তবু উড়ে যেতে চায়
মন অবুঝ আমার।
দিগন্তের প্রান্তসীমা ছাড়িয়ে উড়ে যায়, দৃষ্টি আমার।
সাদা মেঘ, কালো মেঘ - সব একাকার রাতের আকাশে।
আমি তবু খুঁজে ফিরি। আলোর তৃষ্ণা এ বুক জুড়ে
তোলে হাহাকার।
শেষের সে লালিমা আকাশ জুড়ে, শুধু আমারই।
আমারই...সুখের মাখামাখি আলেয়া।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

আহমেদ জী এস বলেছেন: মন থেকে বলি ,




শেষের সে লালিমার সুখে মাখা আকাশটাও যদি উড়ে যায় ???????

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩

মন থেকে বলি বলেছেন: উড়ে গেলে যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.