নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

আমি যে এক ব্যস্ত মানুষ

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৯



যে দিকে তাকাই,
দৃষ্টি থমকে যায় যান্ত্রিক নাগরিকতার দেয়ালে।
শহুরে ব্যস্ততার তীব্র কষাঘাত
আমাকে গৃহভৃত্যের মতো করে তোলে।

দাসপ্রথা শেষ হয়েছে সেই কবে।
কিন্তু ব্যস্ততা আজও আমাকে
পা-চাটা গোলাম করে রেখেছে,
প্রভুরূপী মানুষের।
না কি নামান্তরে আমার নিজেরই?

হৃদয় দিয়ে সবকিছু পেতে চাই।
হয়ত পাইও।
কিন্তু অনুভবের আগেই
ব্যস্ততার হিংস্র চোয়াল আমায় কামড়ে ধরে,
ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে।
বদলে দেয় হৃদয়হীন এক যন্ত্রদানবে।

তাই ক্ষমা চাই সবার কাছে।
হয়ত পাই। কখনও হয়ত পাই না।
তাতে কি?
আমি যে ব্যস্ত মানুষ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০২

ধ্রুবক আলো বলেছেন: ভালোই লিখেছেন।

০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখাটা অনেক আগের। প্রায় ১৫ বছর হবে।
আজ পোস্ট করলাম।

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১০

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখাটা অনেক আগের। প্রায় ১৫ বছর হবে।
আজ পোস্ট করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.