নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম হোক

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২২

আজ একটু অন্যরকম হোক।
সারাটা সকাল কাটুক বৃষ্টির গান শুনে।
টুপটাপে একলা রাস্তাটা ভিজে যাক।

দুপুর হোক আলস্যে মোড়া।
ভারী মেঘেদের ওজন কমুক, ঝর্না ঝরিয়ে।
জানলার পাশটিতে বসে তুমি-আমি
ভিজে দাঁড়কাকটাকে দেখি।

বিকেল আর সন্ধেটা মিশে যাক।
আকাশ কালো করে বর্ষন হোক।
তারই মাঝে হোক চায়ের কাপে চুমুক।
উষ্ণতার ধোঁয়া পাক খেয়ে খেয়ে উড়ে যাক।

আজকের রাতটাও হোক অন্যরকম।
ফেসবুক রেখে এসো পাশ ফিরে শুই।
মুখোমুখি,
গল্প হোক ফিসফিসিয়ে, কম্বলের ওমে।
ঘুমিয়ে পড়ি যেন হাতে হাত রেখে,
তোমার চুলের সুবাস মেখে আবেশিত হই।

আজ সবকিছু অন্যরকম হোক।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাঝেমাঝে ভিন্নতার প্রয়োজন।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৯

মন থেকে বলি বলেছেন: সত্যিই তো

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আজ সবকিছু অন্যরকম হোক।
হোক :)

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০০

মন থেকে বলি বলেছেন: হয়ে যাক অন্যররকম। একঘেয়েমি ছুঁড়ে ফেলি।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩০

তুহেল আহমেদ বলেছেন: আচ্ছা হোক, তবু হোক!

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০০

মন থেকে বলি বলেছেন: তবে তাইই হোক

৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.