নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

অনেকটুকু নয়, চেয়েছি একটুখানি

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

অনেকটুকু নয়, চেয়েছি একটুখানি।

স্পর্শ তোমার - সারা গায়ে মেখে নেব।
একটু আদর - মেঘ হবো আকাশ-আদরে।
একগোছা চুল - বুলাবো ঠোঁটের পরে।
ছোট্ট শাসন - হিমালয়ের মত স্থির হবো।
একটু খোলা ঠোঁটের কপাট, আধবোঁজা চোখ - আবেশে বুঁদ হবো।

তুমি আমায় অল্প একটু দিও।

একটা শব্দ - মহাকাব্যের মত বিশাল হবে।
একটু কান্না - শ্রাবণের ভারী বর্ষন হবে।
একটু হাসি - বসন্ত আসবে সারা মর্ত্য জুড়ে।
একটু রাগ - মহাকাল থমকে যাবে।
একটু দুষ্টুমি - পৃথিবী রঙের হোলিতে মাতবে।
একটু ছোঁয়া - আমাকে অমরত্ব দেবে।

আমার নগন্যতা,
তুমি অল্প একটু দিয়ে উপচে দিও।
আমার তুচ্ছতা,
তুমি অল্প একটু দিয়ে বিশালতা দিও।
তোমার ভালবাসা,
আমায় দু'হাত ভরে তুলে নিতে দিও।

দেবে তো?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫

মিঃ আতিক বলেছেন: পারবেন তো?

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮

মন থেকে বলি বলেছেন: মহাকাল জানে

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: একটু চাওয়ার মধ্যেইতো দেখি অনেক চাওয়া
যাবে কি তা পাওয়া ।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৯

মন থেকে বলি বলেছেন: যাবে....

৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫

ধ্রুবক আলো বলেছেন: একটু খানি চাওয়া পূরণ হোক।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.