নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ প্রত্যাশা

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪


হঠাৎ সেদিন ঝিম-দুপুরে
জানলা দিয়ে বাইরে দেখি,
আমলকির ওই নতুন ডালে
অবাক চোখে তাকিয়ে থাকি।

ছোট্ট একটা হলদে পাখি
করছে আকুল ডাকাডাকি,
ভাবছি বসে দিতাম যদি
ব্যস্ততাকে আজকে ফাঁকি।

হলদে পাখি, হলদে পাখি
কেন তুমি এমন ধারা?
ব্যস্ত দুপুর হচ্ছে দেখ
পরশ মাখা ভাবনাহারা।

ব্যস্ততা আর যান্ত্রিকতায়
হারাচ্ছে আজ ভালবাসা,
মনের গোপন কথাগুলোর
হাজার খুঁজেও পাইনা দেখা।

ইচ্ছে করে মুক্ত হতে
আবার হতে বল্গাহারা,
হলদে পাখির মতন করে
এক্কেবারে চিন্তা ছাড়া।

দেখব না আর যান্ত্রিকতার
ব্যাদন করা চোয়ালটাকে,
ঝিম-দুপুরে দেখব শুধু
ভাবুক আমার বুলবুলিকে।

ওটার সাথে ভাব জমাবো
শুঁকবো আবার মুক্ত হাওয়া
আবার আমি ফিরে পাবো
স্বাধীনতার মিষ্টি ছোঁয়া।


#কাব্যতাড়না

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পড়ে।
হয়ে যান মুক্ত উম্মুক্ত আকাশে উঁড়ে বেড়ান ভালোবাসার রঙ মেখে।

শুভকামনা রইল।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩২

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.