নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

রাত ও ঘুম

০১ লা মে, ২০১৭ রাত ১২:৪৮

রাত্তিরে ঘুম নেই,
জেগে থাকি শিশুদের পাশে। ঘুমন্ত যিশু
ওরা যেন সব, আঁধারেতে আলো জ্বালে।

নক্ষত্র আগুন ছড়ায় নিকষ আঁধারের
কালো আকাশে। যেন চূর্ণ বিচূর্ণ মুক্তো মালা
গুঁড়িয়ে দিয়েছে ঈশ্বর। ছড়িয়েছে কোণে কোণে,
সাদা মেঘ আর রূপালী চাঁদ - একাকার।

আমি নির্ঘুম, প্রহর গুনে যাই
আমার ডাক আসার প্রতিক্ষাতে।
হয়তো ভোরের সূর্য দেখব বলে
বোঁজা চোখ আজও চেয়ে থাকে।
পলকহীন বিশ্বাসে।

#কাব্যতাড়না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.