নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

একমুঠো ভালবাসা ছড়িয়ে দিলাম

০২ রা মে, ২০১৭ রাত ১:১৪




"লাল সূর্যটা দেখ; ওই যে।"
ওটা তুমি, সূর্য নয়।
আমার হৃদয় আকাশে জ্বলছ।


"সাগরটা দেখেছ? কি বিশাল, না?"
ওটা কান্না, আমার বুকের ভেতর।
তুমি না এলে ভাসিয়ে নেবে।


"প্রবালগুলো কি অদ্ভুত সুন্দর! তাই না?"
ওগুলো জমাট দুঃখ। কান্নায় ডুবে আছে।
তুমি নেবে? ভাসাবো আবার।


"দেখ, কত দূরে ওরা চলে গেছে - সাগর ছুঁতে।"
ওগুলো আমার ছড়ানো ভালবাসা।
অতলান্তিক পাড়ি দেবে তোমার জন্য।


"আকাশটা লালচে, মেঘগুলোও। দেখেছ?"
ও আকাশ নয়, তোমার রক্তিম কপোল।
মেঘ ভাবছ? ওগুলো নরম আদর আমার।
তোমার গাল ছুঁয়ে ছুঁয়ে যায়।


এই যে প্রশান্তি, অস্তমিত সূর্য, মৃদুলয়ে প্রকৃতির গান, আদিগন্ত সাগর, মাথা উঁচু করা প্রবালদ্বীপ।
এ সবই আমার ছড়ানো ভালবাসা -
শুধু তুমি কুড়িয়ে নিও।
.
.
------------------------------------
ছবি কৃতজ্ঞতায়ঃ Sultana Yasmin আপু
লেখাঃ আমি
------------------------------------

#কাব্যতাড়না

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ দুপুর ১২:১২

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে

০২ রা মে, ২০১৭ বিকাল ৪:৪৬

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.