নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

মুক্তো ঝরা সাঁঝ

০২ রা মে, ২০১৭ রাত ৮:৪৬




আলোর ফোঁটার মুক্তো দিয়ে
সন্ধ্যে প্রদীপ জ্বালো।
মেঘবালিকা, বাসছো তুমি
আকাশটাকে ভাল।

দিনটি হারায় মেঘলা গগন
সুয্যি নামে পাটে।
তোমার জন্য নাও বেঁধেছি
আবিরমাখার ঘাটে।

সেই নাওয়েতে দিও পাড়ি
আকাশদেবীর কোল।
চালাও তুমি মেঘের গাড়ি
ছড়িয়ে আঁচল।

আমি তোমায় খুঁজব নাকো
সকাল-দুপুর-সাঁঝে।
কন্যা তুমি ঘুমিয়ে থাকো
আমার হিয়ার মাঝে।


#কাব্যতাড়না

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ রাত ৮:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবে লিখেছিলেন?

আপনার কবিতা ভালো লাগে।

০২ রা মে, ২০১৭ রাত ৯:০৮

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার করা যতি চিহ্নের কারেকশন চমৎকার হয়েছে।

২| ০২ রা মে, ২০১৭ রাত ৯:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি খুশি হয়েছেন জেনে আমিও খুশি হয়েছি।

নিজের বই সম্পাদনা করতে হয় তো তাই অনেক সময় বাড়াবাড়ি করি। বিরক্ত হলে বলবেন, বাড়াবাড়ি করব না।

০২ রা মে, ২০১৭ রাত ৯:৪৩

মন থেকে বলি বলেছেন: আপনার পরামর্শ মাথা পেতে নিয়েছি।
পরিবর্তিত রূপটা বেশি ভাল হয়েছে। সত্যি বলছি।

৩| ০২ রা মে, ২০১৭ রাত ৯:১২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০২ রা মে, ২০১৭ রাত ৯:৪৩

মন থেকে বলি বলেছেন: অনেক বিশাল ধন্যবাদ

৪| ০২ রা মে, ২০১৭ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০২ রা মে, ২০১৭ রাত ৯:৪৪

মন থেকে বলি বলেছেন: অনেক বিশাল ধন্যবাদ

৫| ০২ রা মে, ২০১৭ রাত ৯:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খুশি হলাম।

অনেকে আমাকে বকাবকি করে।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:১৯

মন থেকে বলি বলেছেন: আমি এই দিকটাতে দূর্বল।
নির্দ্বিধায় করতে পারেন। খুশি হব।

৬| ০২ রা মে, ২০১৭ রাত ১০:১৪

আহমেদ জী এস বলেছেন: মন থেকে বলি ,




বেশ ছন্দবদ্ধ ছড়া । ভালো হয়েছে ।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:১৬

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.