নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

সাধু খাঁ\'র খুলনা যাত্রা

০৩ রা মে, ২০১৭ রাত ১:০৪

বাবা-মা বড়ই শখ করে নাম রেখেছিলেন - "তওহিদ মাহমুদ হোসেন"। ডাক নাম 'সাজু'।

যেদিন থেকে এই নাম লেখা আর বলা শুরু করলাম, অদ্ভুত সব অভিজ্ঞতা লাভ করতে লাগলাম।

প্রথমেই ইংরেজি স্পেলিং এবং প্রোন্যান্সিয়েসন।

Tauheed Mahmud Hussain (Shaju)

বাংলা করলে হয় তাওহিদ (তওহিদ নয়) মাহমুদ হুসাইন (হোসেন নয়)। নিজের নামেই দুই ভাষায় ভ্যাজাল। লোকের আর কি দোষ। নিজেকে মাঝে মাঝে হুসাইন মুহাম্মাদ এরশাদ মনে হতে লাগল।

এরপর অন্য বিপত্তি।

ভাল নাম বললে লোকে তিনবার এঁ...এঁ...এঁ... করে রিপিট করতে বলে। পরে সব শুনে টুনে নিচের মত করে যেকোন একটা লেখেঃ

- তহিদ
- তৌহিদ
- তোহিদ
- তৈহিদ ( বিশ্বাস করেন, সত্যি!)
- তুহিদ
- তাউহিদ

আমি প্রথম প্রথম গভীর প্রচেষ্টা দিয়ে লেখককে বোঝানোর চেষ্টা করতাম নামের বানান। বাংলাটাই। এরপর হাল ছেড়ে দিয়েছি। এখন কেউ নাম জিজ্ঞেস করলে জড়িয়ে-মড়িয়ে উচ্চারন করে বলিঃ যা ইচ্ছা লিখে নেন ভাই। আই ডোন্ট মাইন্ড। ইচ্ছে হলে কালাম লেখেন।

অনেকে আবার ভালবেসে নামের আগে 'মোহাম্মদ' জুড়ে দেয়। কেউ কেউ মাহমুদকে শুদ্ধ করে মোহাম্মাদ করে দেন নিজেই। আমি আদরের দান গ্রহন করি নির্বিবাদে।

তবে চরম হলো একবার বাসের টিকেট কিনতে যেয়ে। যাব খুলনা। নিভার পোস্টিং তখন ওখানে। গাবতলীতে কাউন্টারে প্রচন্ড ভীড় সেদিন।

আমি আর গাড়লের মত আমার পুরো নাম বললাম না। ভাবলাম, এবার ডাকনাম দিয়ে চট করে সারি। কাউন্টারে কথোপকথন হলো এরকমঃ

- "কই যাইবেন?"

- খুলনা।

- "নাম কন বাই।"

- সাজু।

- "কি? কি নাম কইলেন?"

- সাজু...সাজু...!

- "ও...বুজছি।"

উনি খসখস করে টিকেটে লিখলেন - "সাধু খাঁ"। গন্তব্য খুলনা।

তওহিদ মাহমুদ হোসেন সাজু সেদিন "সাধু খাঁ" হয়ে খুলনা গেল।

---------------------
সাজু/মে-১৭/নিকেতন

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ রাত ১:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ও আম্মা গো! :-*


আমারতো সর্বনাশ করেছে! শুধু নাম নয় আমার পরিচয় পর্যন্ত বদলিয়ে ফেলেছে। আমার আগের নামে একজন এখন লন্ডন আছে। আমি তার সর্বনাশ করতে চাই না। বিপদে পড়েছিলাম, আমার দুই মেয়ের এক মেয়ে তার হয়ে গিয়ছিল :-* আল্লাহ সহায়, প্রমাণ ছিল বিধায় রক্ষা।


০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৪৫

মন থেকে বলি বলেছেন: আল্লাহ সহায়।

২| ০৩ রা মে, ২০১৭ রাত ১:২৫

জল্লু ঘোড়া বলেছেন: নাম বিড়ম্বনা!

হেঁ হেঁ হেঁ। আমার এই সমস্যা নাই। একবার কইলেই সবাই বুঝে।

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৪৬

মন থেকে বলি বলেছেন: জল্লু ঘোড়া বোঝা সহজই।
মনে রাখা আরও সহজ।

৩| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:১৪

মাসুম আহমেদ আদি বলেছেন: আমি যদি কাউকে বলি আমার নাম আদি তাহলে ওরা শুনে আদিব। আমি আবার বলি আদিব নয় আমার নাম আদি, ওরা তখন শুনে হাদি।

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৪৪

মন থেকে বলি বলেছেন: বুঝলাম। একই সমস্যা আপনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.