নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

কাব্য নয়, গল্প

০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:০৪



কাব্য নয়, এবার হবে শুধু গল্প বলা।
ঝুলে থাকে একলা সে যন্ত্রদানব,
যান্ত্রিক চোয়ালে তার লাগে মৃদু দোলা,
আকাশের ব্যাকড্রপে লাগছে আজব।

অস্তমিত রবি শুধু আবির মাখায়।
সোনালি ছড়িয়ে সে যে আকাশ রাঙায়।
একাকী ক্রেনটা দাঁড়িয়ে উদ্ধত শিরে
সূর্যকে ডুবে যেতে দেখে ধীরে ধীরে।

আর সব ঘোলাটে, কালো, আবছায়া
দুরন্ত নগর সে প্রাণহীন কায়া
এ আমার প্রিয় ঢাকা - প্রাণছোঁয়া মায়া।

----------------------------
কথা ও ছবিঃ দুটোই আমার হবি
যন্ত্রঃ গ্যালাক্সি এজ এর মন্ত্র
----------------------------


#কাব্যতাড়না

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যতি এবং ছেদের দিকে খেয়াল রাখতে হবে। আপনি ভালো লিখেন।

আমি হয়তো বাড়াবাড়ি করছি।

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:২১

মন থেকে বলি বলেছেন: উঁহু....বাড়াবাড়ি নয়
আবার কারেকশন করে দেন। এভাবেই দেখে শেখা হবে।
আপনার এই খেয়াল রাখাটার জন্য অনেক ধন্যবাদ।

২| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: কাব্যটাব্য বাদ দিয়ে এবার গল্পই বলেন।

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:২২

মন থেকে বলি বলেছেন: গল্প লেখার প্লট খুঁজে পাওয়া কঠিন

৩| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: মন থেকে বলছি আরো ভাল লিখার চেষ্টা করতে হবে ।

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:২২

মন থেকে বলি বলেছেন: উপদেশ শিরোধার্য। চেষ্টা চলবে কথা দিচ্ছি।

৪| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর কাব্য বেশ ভালো লাগলো। :) :)

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:২৩

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ।
কবির কাছ থেকে প্রশংসা পাওয়া চাট্টিখানি কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.