নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:২২

তোমার জন্য আজকে বসি খুলে সাদা খাতা,
রাখছি তুলে বুকের জমা কষ্ট ভরা কথা।

শরীড়টাকে উহ্য রেখে মনটা টেনে এনে
কলমটাকে বর্শা করে গাঁথব কোণে কোণে।

ঝাঁঝরা করা বুকের মাঝে বানিয়ে বিশাল ক্ষত,
আনন্দেতে হাসবে বল আর কতকাল? কত?

বলতে হবে আজকে তোমায় খেললে কেন নিয়ে?
গুমরে মরা কষ্ট কান্না দেখলে চেয়ে চেয়ে।

বললে না কো ছোট্ট কোন সহানুভূতির শব্দ,
মিথ্যে আশায় নাচিয়ে আমায় করলে ভীষন জব্দ।

কেন আমার মনকে এত কষ্ট দিলে তুমি?
এমনিই ওটা বিলিয়ে দিতাম তোমার জন্য আমি।

কেন তবে কাটলে ওটা? নিংড়ে নিলে খুব।
পিষলে পায়ে, একটু তোমার কাঁপল না কো বুক?

-----------------
#কাব্যতাড়না

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৩৭

ওমেরা বলেছেন: ওমা গো কি পাষানী ------

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:২৫

মন থেকে বলি বলেছেন: বহু আগে লেখা। তখন আমার ঝগড়া চলছিল তার সাথে।

২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৪৪

ফকির জসীম উদ্দীন বলেছেন: এমন অনেক হয়

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:২৫

মন থেকে বলি বলেছেন: বহু আগে লেখা। তখন আমার ঝগড়া চলছিল তার সাথে।

৩| ০৫ ই মে, ২০১৭ রাত ৩:৫২

সচেতনহ্যাপী বলেছেন: একটু অসহায়তা কি??

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:২৬

মন থেকে বলি বলেছেন: হুম।
বহু আগে লেখা। তখন আমার ঝগড়া চলছিল তার সাথে।

৪| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:০৯

ধ্রুবক আলো বলেছেন: এমনও কেউ করতে পারে!!

০৫ ই মে, ২০১৭ রাত ১১:৩২

মন থেকে বলি বলেছেন: এ হলো কবিতা। সেভাবেই ভেবে নিন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.