নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

যখন অনুভূতিগুলো

০৬ ই মে, ২০১৭ সকাল ৯:৫৩

যখন হতাশা জড়িয়ে ধরে,
অথবা বেদনারা আক্রমন করে,
কিংবা কামনার সংক্রমন ঘটে,
যদি আর্তনাদ জমে ওঠে,
তবে কি কান্নার দেয়াল তোলো?
অর্থাৎ ভালবাসাকে ছুঁড়ে ফেল?

যদি মনে প্রশ্ন জাগে,
জিজ্ঞাসার ঝড়ের আগে।
কষ্ট আর্তনাদ করে,
প্রিয় কোন মানুষের তরে।
তবে কি শূন্য মনকে ভাবতে বলো?
অথবা ভালবাসার আগুন জ্বালো?

তোমার চিন্তা তোমারই থাকে;
আক্রমনাত্মক বিপ্লব ঘটার ফাঁকে।
তাহলে যাও অজ্ঞাতবাসে।
উত্তর পাবে তোমারই পাশে।


#কাব্যতাড়না

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:১১

নাগরিক কবি বলেছেন: ভাল। তবে এই কবিতার নাম কি? উপরের টা না নিচের টা। B:-)

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:১২

মন থেকে বলি বলেছেন: হাহ হাহ হাহ।
ওপরেরটা। আর নিচেরটা হলো ক্যাটাগরি।

২| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:১৪

একটি বালুকণা বলেছেন: // ভালোই লাগল

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:১২

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৬

নাগরিক কবি বলেছেন: ক্যাটাগরি টাই নাম হিসেবে বেশি যাচ্ছে মনে হয় B:-)

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:২৭

মন থেকে বলি বলেছেন: ভেবে দেখব।
তবে আমার কবিতাগুলোকে আমি এই হ্যাশট্যাগে আটকে রেখেছি।

৪| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:১০

সামিয়া বলেছেন: সুন্দর কবিতা

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ০৮ ই মে, ২০১৭ ভোর ৫:০৪

তপোবণ বলেছেন: "বাকিটুকু পড়ুন" ভাই বাকিতে তো আর কিছুই নেই! সবটুকুইতো পরিশোধিত! সবটুকু নগদেই লিখে ফেলেছেন। আপনি কি বাকিতে কোন কাজ করেন না? আসলে "বাকিটুকু পড়ুন" এখানে আমি ক্লিক করেছি এই দারুণ কবিতাটার আরো বাকিটুকু পড়ার জন্য। ভাল লাগায়+

০৮ ই মে, ২০১৭ সকাল ৭:৪৩

মন থেকে বলি বলেছেন: আপনার মন্তব্যটা ঠিক কানেক্ট করতে পারলাম না।

কবিতায় প্লাস দেবার জন্য অনেক ধন্যবাদ।

৬| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:০৩

তপোবণ বলেছেন: কবি হয়তো ভুল বুঝেছেন আমাকে তাই কানেক্ট করতে করতে পারেননি। আপনার কবিতা আমার কাছে ভীষণরকম ভালো লাগে। আসলে আমি যেখানে ক্লিক করেছি কাব্যতাড়না পাশেই "বাকিটুকু পড়ুন" লিংক দেয়াছিল। আমি সেখানে ক্লিক করে আর অবশিষ্ঠ কোন লাইন পাইনি তাই ওরকম মন্তব্য করেছি।



২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৩৭

মন থেকে বলি বলেছেন: এখন বুঝলাম। :) সামান্য ভুল বোঝাবুঝি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.