নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

আমি নাদেরের কথা বলছি

০৬ ই মে, ২০১৭ সকাল ১১:১৯



আপনারা কি নাদেরকে চিনতেন?
মনে করে দেখুন তো...!

পুরোন ঢাকার আগামসি লেন,
একটা লাল দোতলা বাড়ি -
সামনের দেয়ালে পলেস্তরা পড়েনি যার।
একটা জানালা -
সবসময় কবাটহীন দাঁত বের করে ভেংচি কাটছে।
আম কাঠের দুই পাল্লার দরজা।
বাড়ির সামনে একটা আতা গাছ ছিল।
বড় বড় গোল আতা ঝুলে থাকত।
খুব মিষ্টি ছিল খেতে।

এই বাড়িটাই ছিল নাদেরের, মানে ওর বাবার।

নাদের আমার বন্ধু ছিল।
আপনার মনে নেই? কি আশ্চর্য...!
ওর বাড়িতেও তো আপনি গিয়েছেন।
দাবা খেলেছেন ওর বাবার সাথে, রিটায়ার্ড কেরানি আবুল হাসনাত।
নাদেরকেও আপনি দেখেছেন।
ভাল করে মনে করে দেখুন তো।
লম্বা, কালো মতন ছেলেটা।
ওর মা বলত শ্যামলা। আসলে কালোই ছিল।
সামনের দাঁতগুলো উঁচু, তাতে কালচে ছোপ ধরা।
খুব সিগারেট খেত ও। তাই এই দাগ।

নাদের দাড়ি রাখত। আবার কেটেও ফেলত।
শুধু গোঁফটার ঝুল ঠোঁটের কোণ ছাড়িয়ে গিয়েছিল।
আমরা বলতাম শিয়ালের লেজ।

এই ছেলেটাই নাদের।
আমার বন্ধু।
কি হলো? এখনও মনে পড়ছে না?
চেষ্টা করুন, চেষ্টা করুন। মনে পড়বেই।
নাদেরকে কিভাবে ভোলা যায়?

নাদের ছিল মুক্তিযোদ্ধা।
আরে...
ওই তো পুরান ঢাকার গেরিলা টিমটার লিডার ছিল।
ইত্তেফাক অফিসের সামনে একবার আর্মি ট্রাক উড়িয়ে দিল।
আরেকবার পানির পাম্পটা।

মনে নেই? আমিই তো আপনাকে জানিয়েছিলাম।
তারপরই না আপনি দেখা করলেন ওর সাথে।
ওর বাড়িতে। সেই দিনটা।
ধরা পড়ল নাদের। রাজাকারদের কাছে।

যেদিন নাদেরকে আর্মিরা গুলি করে মারল,
পুরো পুরান ঢাকা ছিল অদ্ভুত রকমের থমথমে।
নাদেরর লাশটা কেউ পায়নি।
কিন্তু শার্টটা আমি পেয়েছিলাম।
কেউ পাঠিয়েছিল ওর বাবার কাছে।
অশক্ত, প্রায়ান্ধ সেই রিটায়ার্ড কেরানির কাছে।

ঠিক পাঁচটা গুলির ফুটো।
দু'টো বাঁ দিকের বুক পকেটের ওপরে।
বাকিগুলো এলোমেলো, পেটের কাছটায়।
বারুদে পোডা কালচে গুলির গর্তগুলো।

আজও শার্টটা আমার কাছে আছে।
রক্তে লাল।

তাই নাদেরকে যখন কেউ চিনতে পারে না,
আমার মাথায় মনে হয়
পাঁচটা গুলি করেছে কেউ।
লাল একটা শার্ট দেখি চোখের সামনে।
পাঁচটা ফুটো তাতে।
আর দেখি
একটা কালো রঙের রাইফেল।
যাতে গুলি আছে পাঁচটা।


#মৌনতাড়না

মন্তব্য ২৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:২৯

সোহেল রানা শামী বলেছেন: Wow

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৭

মন থেকে বলি বলেছেন: Thank you.

২| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:৫২

সাহসী সন্তান বলেছেন: অনেকটা ছোট গল্পের মত লাগলো! খুব সুন্দর, চমৎকার!

শুভ কামনা জানবেন!

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৮

মন থেকে বলি বলেছেন: আসলেই গল্পের মত হয়ে গেছে। ঠিকই বলেছেন। চমৎকার মন্তব্য করে দারুন উৎসাহ দিলেন।

৩| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:০৯

আমি চির-দুরন্ত বলেছেন: খুব ভালো লেগেছে। পুরো ঘটনা প্রকাশ পেয়েছে। ধন্যবাদ আপনাকে

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৯

মন থেকে বলি বলেছেন: এত দারুনভাবে উৎসাহ দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।

৪| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪০

সঞ্জয় নিপু বলেছেন: মহান মুক্তিযোদ্ধা নাদের আমাদের পুরান ঢাকার গর্ব।
অনেক ভাল লিখেছেন।

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৯

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৩

ধ্রুবক আলো বলেছেন: অনেক সুন্দর লিখেছেন +

নাদের সমগ্র জাতির গর্ব!!

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৯

মন থেকে বলি বলেছেন: আসলেই।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:১০

নীলকণ্ঠ পদাতিক বলেছেন: অসাধারণ!

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:২০

মন থেকে বলি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৭| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:১৪

লেখা পাগলা বলেছেন: +++++++++

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:২০

মন থেকে বলি বলেছেন: এত্তগুলো প্লাস...!!!!

৮| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নাদেরকে কি ভোলা যায়
নাদের আমাদের শেকড়
নাদের আমাদের অস্তিত্ব
নাদের পাতাকার বুলে লাল স্মৃতি!

দারুন কাব্যে মুগ্ধতা

+++++

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:২১

মন থেকে বলি বলেছেন: আমিও মুগ্ধ আপনার দারুন মন্তব্যে।

৯| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: You are a storyteller

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

মন থেকে বলি বলেছেন: Am I, really?

১০| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৪

সামিয়া বলেছেন: অসাধারণ

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তাই মনে হচ্ছে।

১২| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৭ ই মে, ২০১৭ রাত ১২:৪০

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪২

মেহেদী বিন খাঁন বলেছেন: ভালো হয়েছে

Salam, I present to you today, Mahadi’s Show Part 01, you Can see here and Click the link.. https://youtu.be/wQ8ruw8qyD4 and don’t forget to Subscribe my YouTube Channel . Adv. Thanks for Watching

০৭ ই মে, ২০১৭ রাত ১২:৪১

মন থেকে বলি বলেছেন: এই ধরনের প্রচারনার জায়গা এটা নয়।
লেখা নিয়ে কোন মতামত থাকলে বলতে পারেন।

১৪| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নাদেরদের ত্যাগের ফল ভোগ করছি আমরা। কিন্তু আমরা তাদের কতটুকু মনে রাখতে পেরেছি?

০৭ ই মে, ২০১৭ রাত ১২:৪২

মন থেকে বলি বলেছেন: একটুও মনে রাখিনি। এটাই সত্যি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.