নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার ভোর, প্রথম সকাল

০৮ ই মে, ২০১৭ সকাল ৭:৪০

এলার্ম বাজার আগেই জেগে উঠি আমি,
রোজ সকালে, তোমার স্পর্শে।
চোখদুটো খুলেই দেখি
একটা ঘুম জড়ানো আদরমাখা মুখ,
নয়তো তোমার দীঘল কালো চুল।
রাতে হেয়ারব্যান্ডটা খুলে রেখেছিলে,
তাই বালিশজুড়ে সমুদ্রের ঢেউ।
আমার গাল ছুঁয়ে আছে
নয়ত চোখের পাতা ছুঁয়েছে কয়েকটা।

তুমি কেঁপে কেঁপে ওঠো হঠাৎ করে।
আমার ছোঁয়া সরে গেলেই
চমকে গিয়ে জেগে ওঠো।
আমাকে উঠতে দাও না,
আবার শুইয়ে দাও হাত ধরে টেনে।

কাজ ভুল হয়ে যাক।
অফিস চুলোয় যাক।
বাচ্চাদেরও ওঠাতে হবে না।
ওরা ঘুমুবে, পড়া হবে না। সব বাদ।
শুধু চাও আমি থাকি তোমার পাশটিতে
যতক্ষন তুমি ঘুমুবে।
তোমার ঘুম গাঢ় হয় আমার ছোঁয়ায়।
তোমার স্বপ্নও ছন্দময় হয় তখন?
হয়ত...
তাই বুঝি সুখের আবেশে চমকে চমকে ওঠো।

আমার প্রতিটা সকাল তাই
একরাশ ভালবাসা নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
আমার ভোরগুলো তাই
তোমার স্পর্শে পবিত্র হয়।
আমার প্রথম সূর্যের আলো তাই
পৃথিবীর সবচে' সুন্দর মুখটাকে দেখায়।

আমি আরেকটা দিন তাই নতুন করে বাঁচি।


#মৌনোতাড়ণা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:১৬

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই মে, ২০১৭ রাত ১১:১৬

মন থেকে বলি বলেছেন: Thank you

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.