নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

বন্ধু, কি খবর বল?

২৭ শে মে, ২০১৭ রাত ১০:৪৮




বহুদিন পর, দেখা হলো বন্ধুর সাথে।
মাঝে পার হয়ে গেছে দশটি বসন্ত।

আমরা বসলাম টেবিল জুড়ে।
খেলাম বিভিন্ন খাবার।
চুমুক দিলাম কফিতে, কখনও বা ধোঁয়া ওঠা চায়ে। বার বার।
টুকটাক কথা হচ্ছিল। ঝর্নার জলের মত হাসি গড়িয়ে পড়ল।
আশপাশের টেবিলের তীর্যক দৃষ্টি আমরা উপেক্ষা করলাম।
এগিয়ে চলল আড্ডা। হাসি। ঠাট্টা।

বন্ধুটি গিটার বাজাতো। এখনও বাজায়।
দেখতে সেই একইরকম আছে।
বদলায়নি একটুও।
সেই ছিমছাম পেটানো শরীর।
ফ্রেঞ্চকাট দাড়ি, চুলগুলো কপালে ঝোলানো।
গিটারে আজও ঝড় তুলতে পারে, বরং আরও বেশি।

কার্লোস রোমেল - ডাকতাম আমরা। সান্তানার সাথে মিল করে - কার্লোস রোমেল।
গিটারের কারুকাজে আমাদের বিস্মিত করত।
মনে আছে,
একবার দু'জন মেয়ে প্রোগ্রাম শেষে ওর সাথে কথা বলেছিল।
গিটারকে কথা বলাতে পারলেও নিজে পটু ছিল না কথা বলায়।
লজ্জায় জড়োসড়ো হয়ে গিয়েছিল।

এদিকে আমার মধ্যপ্রদেশ স্ফীত হয়েছে।
মাথার চুল হারিয়ে যাচ্ছে ক্রমাগত।
খোঁচা খোঁচা দাড়িতে রূপালী ঝিকিমিকি।
বন্ধু কিন্তু চিরতরুন এখনও।
আমি জানতে চাইলাম তার রহস্য।

সে হাসল। সস্নেহে তাকাল তার গিটারের দিকে।
আর তারপর আমার মুখের দিকে ফেরাল হাসিমাখা দৃষ্টি।
আমি উত্তরটা পড়ে নিলাম।

স্ত্রী- সন্তান নিয়ে আমি জড়িয়ে গেছি আষ্টেপিষ্ঠে।
এইই আমার জীবন। বৈচিত্রহীন। একই দ্বায়িত্বের পুনরাবৃত্তি।

আর সে,
আজও সঙ্গী করে রেখেছে তার গিটার।
ইচ্ছে হলেই ঝংকার তুলতে পারে পারিপার্শিকতা ভুলে গিয়ে।
তার গিটার তারুন্যের সুর বাজিয়ে চলেছে আজও।


#কাব্যতাড়না

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:৫৮

সুমন কর বলেছেন: খারাপ লাগেনি।

২৭ শে মে, ২০১৭ রাত ১১:১২

মন থেকে বলি বলেছেন: আমার জন্য এইই অনেক।
ভাল থাকবেন।

২| ২৭ শে মে, ২০১৭ রাত ১১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই। +++++

শুভকামনা জানবেন।

০২ রা জুন, ২০১৭ রাত ২:৩৭

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। হঠাৎ বসে লেখা।

৩| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।

০২ রা জুন, ২০১৭ রাত ২:৩৭

মন থেকে বলি বলেছেন: আপনার মন্তব্য সবসময় উৎসাহ দেয়। ভাল থাকবেন।

৪| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

নক্ষত্র নীড় বলেছেন: দুজনের জীবন বিভক্ত হয়ে গেলেও বন্ধনটা অটুট থাকার নামই তো বন্ধুত্ব।

০২ রা জুন, ২০১৭ রাত ২:৩৮

মন থেকে বলি বলেছেন: যথার্থ বলেছেন।
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.