নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

সেদিন যদি পড়ে মনে

০২ রা জুন, ২০১৭ রাত ৩:২৩



আঁধার চেয়েছি আমি,
আলো তো চাইনি।
লুকোতে আমার কষ্ট যতটুকু তুমি দেখেছ
ধিক্কার পেয়েছি আমি,
আদর তো পাইনি।
আমাকে আড়াল করে ভালবাসা মেখেছ।

সূর্য ডুবে গেলে
জড়াবো নিরালম্ব অন্ধকারে,
অপরাধী হয়ে মিশে যাব শেষবেলার সুরে।
সেদিনও ভোর হবে,
পাখি ডেকে নতুন করে।
স্মৃতির পাতা ছিঁড়ে উড়ে যাব দূরে, বহু দূরে।

তুমি শুধু একবার
ফিরে এসো সেইখানে।
আমি আছি অপেক্ষায় আগের ঠিকানাতে।
একমুঠো ফুল নয়,
ঝরা পাতা এনো টেনে।
ছড়িয়ে দিও আমার সমাধির বিছানাতে।

সেদিন যদি ক্ষনিকের তরে মন ওঠে বলে
আমার সামান্য স্মৃতি যদি হঠাৎ জাগে
যেন তুমি, সব পাপ ছিল না আমার ভাগে
কবর ভিজিও মোর একফোঁটা অশ্রুজলে।


#কাব্যতাড়না

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


সেদিন কাঁদবে প্রকৃতি, বৃস্টি হয়ে ঝরবে ধরার অশ্রু

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৩২

মন থেকে বলি বলেছেন: লাইনটা দারুন লিখেছেন চাঁদগাজী ভাই।
কোন এক লেখায় ব্যবহার করে ফেলব ভাবছি।

২| ০২ রা জুন, ২০১৭ সকাল ১০:১৬

মোজাহিদ আলী বলেছেন: ভালোলাগার লিখা

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৩

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলী ভাই।

৩| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:২৮

নাগরিক কবি বলেছেন: সুন্দর

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৪

মন থেকে বলি বলেছেন: কবি বলেছেন 'সুন্দর'। আর কি চাই?

৪| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৫০

কানিজ রিনা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ।

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৪

মন থেকে বলি বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৫| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাল লাগা রইল কবি ভাই। +++++
শুভকামনা আপনার জন্য।

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৫

মন থেকে বলি বলেছেন: অনেক অনেএএক ধন্যবাদ চমৎকার মন্তব্যে উৎসাহ দেবার জন্য। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.