নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

জানলা আমার কাব্যলেখার - আকাশদেখার খাতা

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৫৯

আমার জানলা দিয়ে অনেকখানি আকাশ দেখা যায়,
জানলা দিয়ে বাইরেটা আজ সবুজ মায়াময়।
এই জানলা দিয়ে আমি আমার পৃথিবীটা দেখি
জানলা ঘেরা গৃলের ফাঁকে রোদের আলো মাখি।

জানলা দিয়ে বাইরে দেখি আকাশ্চুম্বি বাড়ি,
চোখ ফেরালেই পেঁজাতুলোর মত মেঘের সারি,
যায় উড়ে যায় বাড়িগুলোর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে,
কাব্যবিভোর মুগ্ধ আমি অবাক দেখি চেয়ে।

মগ্ন হয়ে দেখি আমি পাশের বাড়ির ছাদ,
লাল, বেগুনি, হলদে-সবুজ কত্ত যে পোষাক!
তারই মাঝে সেই মেয়েটি আলতো পায়ে ঘোরে,
নির্নিমেষে তাকেই দেখি লেখার কলম ছেড়ে।

এই মেয়েটা, একবারই নয় তাকাও না চোখ তুলে।
দেখ, তোমার রূপসায়রে কাব্য দিলাম ঢেলে।
তোমায় ভেবে আমার সারা সকাল গেল কেটে,
মেঘবালিকা, তোমায় ভেবেই লেখার কলম ছোটে।

এমনি করে সকাল গড়ায়, দুপুর নেমে আসে।
একটিবারও তাকাও নি তো আমার পানে হেসে।
হাসবে কেন? তোমার প্রেমে মুগ্ধ কবি আমি-
আমার মনে তোমার উপস্থিতিটাই যে দামী।
তপ্ত রোদে আকাশ হাসে, মেঘবালিকা কই?
তোমায় খুঁজে না পেয়ে তাই ভীষন কাতর হই।

হঠাৎ দেখি দূরের ছাদে দুষ্টু ছেলে খেলে,
মা'টি তার হাসছে দেখ আদর আঁচল মেলে।
মা ও ছেলের খুনসুটিটা জানলা দেখায় আমায়,
জানলা আমার কাব্যলেখায় ভালবাসা জমায়।


(৩ জুন, ২০১৭/দুপুর ২ঃ৪০)

#কাব্যতাড়না

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:১৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৫৩

মন থেকে বলি বলেছেন: অনেএক অনেএক ধন্যবাদ সবসময় উৎসাহ দেবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.