নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

শিশুর শৈশব

০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪২

ছোট্ট শিশুর দিন কেটে যায়
পাহাড়প্রমান বইয়ের চাপে
আকাশমেলা হাত ছড়ানো
যায় পালিয়ে পড়ার ফাঁকে।

বাংলা, ভূগোল আর ইতিহাস
বুঝতে গিয়ে হয় নাভিশ্বাস।
গনিতের ওই সংখ্যাগুলো
চোখে যেন মাখায় ধূলো।

বিজ্ঞান আর আরবী ভাষা
শিখবে ছেলে - মায়ের আশা।
ইংরেজীও পড়তে বলে
চলতে ফিরতে খেলার ছলে।

এত্ত এত্ত হোমওয়ার্কে
চ্যাপ্টা হয়ে শিশু কাঁদে।
উপায় যে নেই ফাঁকি মারা
'টপ-টেন'এ হতে হবে সেরা।

কিন্তু শিশুর মন পড়ে রয়
খেলার মাঠে, বাড়ির ছাদে
কিম্বা একটু টিভি ছেড়ে
কার্টুন বা মুভিতে হারায়।

সরল শিশু বুঁদ হয়ে রয়
ট্যাব অথবা সেলফোনের গেমে
বাপ-মা'ও তার চোখ বুঁজে রয়
শৈশব আর রইবে না থেমে।

এমনি করেই যায় চলে যায়
দিনটি কাটে, বছর ফুরোয়
তার দিন কেটে যায় বদ্ধ ঘরে
অজান্তেই যে শৈশব হারায়।

কেউ জানে না, কেউ বোঝেনা
ছিনিয়ে নিলাম কেমন করে
ছোট্ট শিশুর স্বাধীনতা
এমনি করে সবাই মিলে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪

বৃষ্টি বিন্দু বলেছেন: Valo laglu

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: ছোট্ট শিশুর দিন কেটে যায়
পাহাড়প্রমান বইয়ের চাপে


সাত্য কথা বলেছেন।
আমি কোন চাপাচাপি করতে চাই না।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬

মন থেকে বলি বলেছেন: আমার বাড়িতে এই চাপাচাপি চলে

৩| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০৬

বৃষ্টি বিন্দু বলেছেন: নেটয়ার্কের প্রব্লেমের কারণে একই মন্তব্য একাধিকবার চলে গেলো। সুন্দর করে নিয়েন

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৯

মন থেকে বলি বলেছেন: :D

৪| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

০৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৫

মন থেকে বলি বলেছেন: প্রতিনিয়ত আপনার মন্তব্য লেখার উৎসাহ বাড়িয়ে দেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.