নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

উন্মুখ মনটা আজ কাঁদছে

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫১

বিকেলের নরম রোদে,
কিংবা শীতের সকালের হিমেল বাতাসে -
আমার অনুভব কেবলই
তোমার রেশমী নরম চুলের স্বপ্ন দেখে।

কল্পনাকে বাস্তবতার অগ্রবর্তী করে
যখন তোমায় নিয়ে স্মৃতিগুলো উন্মনা।
অতিক্রান্ত অনুভবগুলো তাই
ভালবাসার কামনায় ব্যাকুল হয়।

মানসিক প্রত্যাখ্যানে আমি তোমাকে চাইব না।
যদিও তুমি দুলে ওঠো মস্করায়।
আর আমায় নিয়ে খেলতে ভীষন ভালবাস।

আমি কখনও প্রেমের বিপরীতে তামাসাকে বসাতে পারিনি।
আমার স্বত্তার অনুভব,
তোমায় নিয়ে আমার সমস্ত চিন্তা চেতনার উত্তুঙ্গু কামনায়
বিবাগী মনটা অনর্গল কাঁদে।
আমি তোমাকে চাইবোই, চাইবোই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৫

দীপঙ্কর বেরা বলেছেন: ভাল লাগোল কবিতাটি

০৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৩

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.