নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

গল্পের প্লট খুঁজছি

১০ ই জুন, ২০১৭ রাত ৩:২৬

লেখালিখি করতে ভাল লাগে আমার। ইদানিং গদ্য লেখার ঝোঁক বেড়েছে। তবে সমস্যায় ফেলেছে 'প্লট'।

ভাল কোন প্লট দিতে পারেন? রম্য, প্রেম, হরর বা সাইফাই - যে কোনটা হলেই চলবে।

হেল্প করবেন, প্লিজ? লেখায় অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ থাকবে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ রাত ৩:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: আমি সুত্রও দেব না, কৃতজ্ঞতাও চাই না।। আপনার প্লট আপনিই খুজে নিন =p~

১০ ই জুন, ২০১৭ রাত ৩:৫৪

মন থেকে বলি বলেছেন: এহ হে!
হতাশ করে দিলেন তো। প্লট বের করা বড়ই কঠিন। বিষেষ করে মৌলিক প্লট।

যাই হোক। প্লট না দেন, উৎসাহ দেওয়াটা যেন চলমান থাকে - এই আশা তো করতেই পারি।

২| ১০ ই জুন, ২০১৭ রাত ৩:৪৯

সাংবাদিক জুলহাস বলেছেন: একটু ভাবতে দিন।

১০ ই জুন, ২০১৭ রাত ৩:৫৫

মন থেকে বলি বলেছেন: ভাবুন না। আমার তাড়া নেই। অশেষ কৃতজ্ঞ থাকব।

৩| ১০ ই জুন, ২০১৭ রাত ৩:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: পথের দিকে খেয়াল রাখুন।। খানা-খন্দ থেকেও বাচবেন, প্লটও (হয়তো) পেতে পারেন =p~

১০ ই জুন, ২০১৭ ভোর ৪:০৭

মন থেকে বলি বলেছেন: এভাবেই তো এদ্দিন চালাচ্ছি। এইবার মনে হয় আটকে যাচ্ছি।

৪| ১০ ই জুন, ২০১৭ ভোর ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযুদ্ধের উপর চেস্টা করে দেখতে পারেন।

১০ ই জুন, ২০১৭ ভোর ৪:১১

মন থেকে বলি বলেছেন: আইডিয়া দারুন। কিন্তু পড়াশোনা অনেক কম এই ব্যাপারে। আর আমার ইন্টারেস্ট একটু অন্যররকম। আগেই বলেছি
তবে অনেক অনেক ধন্যবাদ আইডিয়া দেবার জন্য।

৫| ১০ ই জুন, ২০১৭ ভোর ৪:০৯

সচেতনহ্যাপী বলেছেন: ফ্লাইওভার ব্যাবহার করুন :-P

১০ ই জুন, ২০১৭ ভোর ৪:১২

মন থেকে বলি বলেছেন: এইত দারুন প্লট। দেখব ট্রাই করে।

৬| ১০ ই জুন, ২০১৭ ভোর ৪:৪২

মানিজার বলেছেন: এক বুড়া থুরথুরা বুড়া হুড়হুড়া তাড়াহুড়া করিয়া হাইটতে যাইতে পথে পথে পড়তে পড়তে থুবড়াই পড়ি গেসিল । পিছনে এক বুড়ি থুড়থুড়ি তুবড়ি ছাড়ি ছাড়ি হেতের দিকে আউগ্যাইতাসিল
হেরপর আপনে জানুইন :#)

১০ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৩

মন থেকে বলি বলেছেন: এইটা লেখা আমার ক্ষমতার বাইরে।

৭| ১০ ই জুন, ২০১৭ সকাল ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: মানুষের জীবনের প্রতিটা মুহুর্তই এক একটা গল্প, লিখতে জানলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে গল্পের প্লট খুঁজতে হয় না।

১০ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৫

মন থেকে বলি বলেছেন: আপনার উপদেশটা অনেক কাজে লাগবে।
তবে কি না, বড় লেখকরাই পারেন যেকোন ঘটনাকে গল্প বানাতে।
আমি তো সামান্য চুনোপুঁটি পর্যায়ে, তাই সাহায্য চাইতেই হয়।

৮| ১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: কামাল ভাইয়ের কথায় আমি একমত।
আপনি চারপাশে দৃষ্টি রাখুন। অন্যর লেখা বেশি করে পড়ুন।
অনেক সময় একটি ভাল লেখা পড়লে আরেকটি লেখার প্লট খুজে পাওয়া যায়।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৪

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপরামর্শের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.