নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

গাছ আর আকাশের গান

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫



চিরল চিরল পাতার ফাঁকে ফাঁকে
আকাশ দেখ আবার উঁকি দিল
একলা পাখির ডানার পালক মেলে
শুভ্র সাদা মেঘটা ভেসে গেল।

ছবির ফ্রেমে গাছগুলো সব সবুজ,
মধ্যিখানে আকাশ অনেক নীল,
সূর্য ছিল আড়ালে আবডালে,
থমকে যাওয়া বিষন্ন এক চিল।

বিকেল গড়ায় সন্ধ্যা নেমে আসে।
পাখ-পাখালির যায় কোলাহল থেমে।
এমন দিনে স্নিগ্ধ সবুজ ঘাসে
পড়ছি আমি অবাক করা প্রেমে।

ইচ্ছেগুলো আমায় নিয়ে খেলে,
মনটা ওড়ায় দু'হাত দু'দিক মেলে।
সত্যি করে একটি অবুঝ ছেলে,
ভাবছে বসে বিষন্ন বিকেলে।


#কাব্যতাড়না

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা +

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১১

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

২| ১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো। :)

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১১

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.