নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

মেঘলা দিনের কাব্য

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮




আজকে দেখি মেঘলা দিনে আকাশটা খুব কালো,
সূর্যটা যে চুপটি করে কোন কোণে লুকোলো।
কমলো মেঘের ওজন যে আজ ঝরিয়ে ঝর্নাধারা,
এমনদিনে শান্ত দুপুর মন করে উতলা।

একটি ভীষন ব্যস্ত মানুষ হঠাৎ তুলে চোখ,
জানলা পানে থমকে ভাবে, আজকে ছুটি হোক।
রাস্তা জুড়ে গাড়ির সারি আটকে গেছে সবই
মেঘলা আকাশ শুধায় তাকে, 'আমার মতন হবি?'
'উদাস দুপুর, তপ্ত আকাশ, সব ভিজিয়ে দিয়ে
রাখ ফেলে তোর ব্যস্ততা আজ, যা তুই ভাবুক হয়ে।'

ব্যস্ত মানুষ ব্যস্ত বুকে হঠাৎ কাঁপন জাগায়
এমন উদাস ভাবুক দুপুর মনটারে তার কাঁদায়।
ইচ্ছে তার আজ করছে ভারি ভেজাতে মাথার চুল
বৃষ্টি ফোঁটায় স্নান করে আজ শুধরে নেবে ভুল
ছপছপিয়ে হাঁটবে সে আজ মাড়িয়ে সবুজ ঘাস
বুকটি ভরে টেনে নেবে বিশুদ্ধ নিঃশ্বাস।

দুষ্টু ছেলের মতন করে ভিজবে সারা দিন
আজকে সে তার ব্যস্ততাকে করবে কর্মহীন।
এমনতর ইচ্ছেগুলো বুকটা জুড়ে কাঁদে,
মানুষটি যে আটকে গেছে ব্যস্ততারই ফাঁদে।
মেঘলা দুপুর, বৃষ্টি ঝরা - এসব আমার নাই,
কাজের ফাঁকে তাই একটু কাব্য লিখি তাই।


#কাব্যতাড়না

(১৯ জুন ২০১৭ | দুপুর ৩ টা)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মন থেকে বলি বলেছেন: আপনার মন্তব্য অনেক উৎসাহ দেয়। অনেক ভাল লাগলো।

২| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:১৩

আলপনা তালুকদার বলেছেন: ভাল লেগেছে।

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৪

মন থেকে বলি বলেছেন: আপনাকে একটু ভাললাগা দেয়াই আমার লেখার সার্থকতা।
অনেক ধন্যবাদ।

৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৩৭

বিজন রয় বলেছেন: আপনি আজকাল নিয়মিত!!

তাই হোক।

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৫

মন থেকে বলি বলেছেন: আপনি দেখি খেয়াল করেছেন।
হুম...আসলেই প্রতিদিন লিখতে ভাল লাগছে।

৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: 'উদাস দুপুর, তপ্ত আকাশ, সব ভিজিয়ে দিয়ে
রাখ ফেলে তোর ব্যস্ততা আজ, যা তুই ভাবুক হয়ে।'

সুন্দর
+

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৮

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: লিখুন, প্রতিদিন লিখুন।
আমি আছি আপনার সাথে।

শুভকামনা রইল।

২০ শে জুন, ২০১৭ রাত ৮:২৭

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহ দেবার জন্য।

৬| ২০ শে জুন, ২০১৭ ভোর ৫:০৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++

২০ শে জুন, ২০১৭ রাত ৮:২৭

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.