নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আঁকা লেখার খেলা

২২ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯

সেদিন বসে আঁকছিলাম একটা রঙিন ছবি
রঙতুলি আর ক্যানভাসে আজ ব্যস্ত আমি কবি
কাব্যলেখা ছবি আঁকা হঠাৎ মিলে গেল
দুটোই যে আজ মনের দুয়ার আলগা করে দিল।

কবি ভাবেঃ ছবি আঁকাই দারুন মজার কাজ
চিত্রশিল্পী আস্তে করে খুললো খাতার ভাঁজ
কবির হাতে রঙতুলি আর শিল্পী কলম তোলে
দু'জনই নিজ ক্ষেত্র ছেড়ে অন্য কাজে ভোলে

আকুল কবি ব্রাশ টেনে যায় ক্যানভাসেরই বুকে
আঁকিয়ে তার কাব্যখাতায় কবিতাটা টোকে
ছবি যেটা আঁকা হলো মুগ্ধ হলাম তাতে
দারুন একটা কাব্য লেখা শিল্পীটারই হাতে।

ছবি আঁকা, কাব্য লেখা দুটোই মজার খেলা
একই মানুষ দুটো নিয়েই পার করে দেয় বেলা
মনের সুখে গুনগুনিয়ে গাইছি লা লা লা লা।


#কাব্যতাড়না

(২২ জুন ২০১৭ | রাত ৮:৩৮ মিনিট)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: কবি আর চিত্রকার, কবিতা আর ছবিতা একসাথে।

বেশ তো!

++++

২২ শে জুন, ২০১৭ রাত ১০:৫৬

মন থেকে বলি বলেছেন: কবিতা আর ছবিতা - ভাল বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.