নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

বেদনার স্মৃতিতে ইশরাত আপু

০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:৫৬



১।

আশ্চর্য ব্যাপার!

মাত্র এক বছর পার হয়েছে, এর মধ্যে আমি ইশরাত আপার পুরো নামটা মনে করতে পারছিলাম না। সারাদিন পর এই বিকেল বেলায় মনে পড়ল।

ইশরাত আখন্দ...! আমি ডাকতাম ইশরাত আপু। তো একদিন বাটলার'স কফিতে দেখা হতে বললেন, "আপু কেন? শুধু ইশরাত।" আমি অবশ্য শেষদিন পর্যন্ত 'আপু'টা জুড়েই গিয়েছি।

কি...? নামটা চিনতে পারছেন না?

না পারারই কথা। কারন ওই 'বিশেষ' দিনটার পর ইশরাত আপুর নাম গনমাধ্যমে এসেছে হাতে গোনা দু'চার বার। ছবি তো নাইই। দেখেন না, আমিই ভুলে যাচ্ছিলাম।

স্মৃতিটাকে একটু নাড়িয়ে দেই, কি বলেন?
মনে পড়ে....?
১লা জুলাই ২০১৬...??
হলি আর্টিজান..???

ব্যস...ব্যস..আর লাগবে না। একেবারেই ঘটনাটা মনে পড়ে গেছে, তাই না। ২০ জনকে জবাই আর গুলি করে মেরে ফেললো অবলীলায় ৫ জন 'ইসলামের সৈনিক' - সাচ্চা মুসল্মান! তার মধ্যে তিনজন ছিল বাংলাদেশি।

এইতো...ফায়াজের নাম মনে পড়ে গেছে আপনার।অবন্তীকেও। তাইনা? আমাদের দুই তরুন আইডল যাদের স্মৃতি কখনই ভোলা যাবে না।

কিন্তু এদের নিয়ে যত লেখা হয়েছে, তার শতাংশও মনে হয় তৃতীয় ব্যক্তিটিকে নিয়ে লেখা হয় নি। এই থার্ড পারসনটিই 'ইশরাত আখন্দ'। বুকে হাত দিয়ে বলুন তো, কয়জনের মনে ছিল একে।

আজকে ইশরাত আপার প্রথম মৃত্যুবার্ষিকী। আমার সাথে এই 'অদ্ভুত' মানুষটার স্মৃতিগুলো টুকরো টুকরো। হয়ত বেশি না। কিন্তু প্রত্যেকটিই অমূল্য। তারই কিছু কথা বলব।

২।

উচ্ছ্বল, প্রানবন্ত, মজা খোঁজা, সহজে মিশতে পারা, আর্ট পাগল, এবং হয়ত রান্নাও ভালবাসতেন - এই ছিল ইশরাত আপু। মনে আছে রাত ১১টায় একদিন ডাকা হলো ওনাকে গুলশানের 'দ্য বেঞ্চ' নামের রেস্টুরেন্টে। একডাকে আমাদের সাথে আড্ডা দিতে চলে এলেন। সেইদিনই প্রথম পরিচয়। কোনরকম জড়তা নেই। অসাধারন বন্ধু বৎসল। একা থাকতেন। তাই হয়তো আড্ডা পছন্দ করতেন।

আমার থেকে বেশি খাতির ছিল নিভার সাথে। মাঝে মাঝেই টুকটাক গল্প হতো ওদের মধ্যে। চ্যাটিংএ। তখনই জানলাম, খুব লোনলি একজন মানুষ একা লড়ে যাচ্ছেন নিজের ভাললাগা আর ভালবাসার ক্ষেত্রগুলো নিয়ে।

এরপর কয়েকবারই আড্ডা হয়েছে। ফয়েজ ভাইয়ের জন্মদিনে আমাকে নিয়ে 'ফটোগ্রাফার' হিসেবে অনেক মজা করলেন। আমি বলেছিলাম, একদিন আপনার অনেকগুলো ছবি তুলে দেব। দিয়েওছিলাম। ছবিগুলো আমার ফেসবুকে নেই। ওনাকে ইমেইল করে দিয়েছিলাম। জানি না, উনি পোস্ট করেছিলেন কি না।

একবার আমাদের খেয়াল হলো, MIST তে যাব ছবি তুলতে। ইশরাত আপাকে বলতেই উনি রাজি। পথে গাড়ি থামিয়ে আমাকে পাঠালেন তাঁর সেই সময়ের প্রিয় গানের সিডি কিনতে। আজও যখন আমি গুলশান ২ এর ফাহিম মিউজিক পার হই, আমার গতি স্লথ হয়ে যায়। আজও যখন ওই গানটা শুনি, মনে হয় পিছন থেকে ইশরাত আপুর গলা মেলানো শুনতে পাব।

৩।

ওই বিভৎস রাতটায় আমরা ব্যাংককে ছিলাম। তখনও জানতাম না, জিম্মিদের মধ্যে একজন ইশরাত আপু। পরদিন দুপুর নাগাদ পলাশ ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসে দেখে আমরা প্রায় মাথা ঘুরে বসে পড়েছিলাম। আমার মনে আছে, এই ধাক্কা সামলানোর মত মানসিক শক্তি আমার ছিল না। প্রচন্ড বমি লাগছিল। ভয়ে..আতংকে...। কারন তখনও কেউ কনফার্ম করতে পারছিল না। জিম্মি উদ্ধার অভিযান তখনও চলমান।

এরমধ্যে ফেসবুকের কিছু অর্বাচিন ভেতরের ছবিগুলো দিয়ে দিল। এক সেকেন্ডের জন্য তাকিয়েছিলাম। আমরা তখন হোটেলে। এলোমেলো ভাবে ছড়ানো লাশগুলোর মধ্যে ইশরাত আপুকে চিনতে কষ্ট হচ্ছিল। তাও চিনলাম। উফ...!! আজ একবছর পরও সে ছবি চোখে ভাসে। আর কেমন লাগে, সেটা বোঝানোর মত লেখনীর ক্ষমতা আমার নেই। শুধু মনে আছে, সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল, আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছি। কেউ আটকাতে পারছেনা। আমার মনে হচ্ছিল, ইশরাত আপুর মত মানুষ কিভাবে এইরকম নৃশংস হত্যাকান্ডের স্বীকার হতে পারে। আমার প্রচন্ড ভয় করছিল। রুম থেকে বের হতে একবিন্দু সাহস পাচ্ছিলাম না। বরং নিভা আমার থেকে শক্ত ছিল।

ওই সময় আমার একটা কথাই মনে হয়েছেঃ আমি যদি ইশরাত আপুকে একবিন্দুও ভালবেসে থাকি, তাহলে আমার তার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিৎ। আমি তাই করেছিলাম। জায়নামাজে বসে যখন ওর স্মৃতিগুলো আর পরিনতির কথা ভাবছি, আমার দু'চোখে তখন পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে।

এই ছিল ইশরাত আপু। পরিচয় অল্পদিনের। কিন্তু একদম মনের ভেতরে ঢুকে গিয়েছিলেন।

অনেক পরে জেনেছিলাম, ওর পোষাক নিয়ে সন্ত্রাসীরা বিভ্রান্ত হয়েছিল বিদেশী ভেবে। ওর বাংলা শুনেও বিশ্বাস করেনি। ফলে সুরা পড়তে বলে। চরম লড়াকু আর আত্মসচেতন ইশরাত আপু উলটো তাদের ধমক দিয়েছিলেন কেন তাকে তার নিজ দেশে বসে বাংলাদেশিত্ব প্রমান করতে হবে। 'সাচ্চা মুসলিম' দের এত সময় ছিল না বিতর্কের। সম্ভবত তার মাথায় গুলি করে মেরে ফেলে। আমি আজও অবাক হয়ে ভাবি, প্রাণ কি আত্মসন্মানের চেয়েও তুচ্ছ ছিল ওনার কাছে? সহজেই তো সুরা বলে উনি পার পেয়ে যেতেন। কেন করলেন না? এই জবাব যে দিতে পারত, সেই আজ নেই।

আমরা ফায়াজের বন্ধুত্ব দেখেছি। অবন্তীর সাহস দেখেছি। কিন্তু একটা মানুষের কতটা আত্মসচেতনাবোধ থাকলে সে নিজের প্রাণকেও তুচ্ছ করতে পারে, সেটা কয়জন জানলাম? কোথাও তো এক অক্ষরও লেখা দেখলাম না।

৪।

আর কি লিখব। সেই ছবিগুলো আজও আছে আমার হার্ডডিস্কে। মানুষটা নেই। হাসিমুখের সেই প্রানবন্ত মেয়েটার শরীর এতদিনে মিশে গেছে পঞ্চভূতে।

ইশরাত আপু....আমি কিন্তু ভুলিনি। আমরা তোমাকে ভুলিনি। যেখানেই থাকো, আল্লাহ যেন তোমাকে বেহেশতনসীব করে।

আমার ধর্মবিশ্বাস বলেঃ
"লাকুম দ্বীইনিকুম ওয়ালিয়াদ্বীন - আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে" - এই শ্বাশত বাণী যারা অমান্য করে তোমাকে এই নির্মম মৃত্যু দিলো, তারা যেন এর উপযুক্ত প্রতিদান পরকালে পায়।


#স্মৃতিচারনা

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:১৪

নীলপরি বলেছেন: ওনার জন্য শ্রদ্ধা রইলো ।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।

০২ রা জুলাই, ২০১৭ ভোর ৬:৫৪

মন থেকে বলি বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

২| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

পরিব্রাজক২০১৫ বলেছেন: শ্রদ্ধা জানাই।

০২ রা জুলাই, ২০১৭ ভোর ৬:৫৪

মন থেকে বলি বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

৩| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধা রইল উনার প্রতি

০২ রা জুলাই, ২০১৭ ভোর ৬:৫৪

মন থেকে বলি বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

৪| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:২০

বিষাদ সময় বলেছেন: তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলী..............

০২ রা জুলাই, ২০১৭ ভোর ৬:৫৪

মন থেকে বলি বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: শ্রদ্ধা, একেই বলে।।
আমারও ইচ্ছে এমনই।। এখন পাই আর না পাই,মিতুর পরে যেন থাকে, এমনই অম্লান।।
হলি আর্টিাজানের শহীদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা।।

০২ রা জুলাই, ২০১৭ ভোর ৬:৫৫

মন থেকে বলি বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

৬| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:১১

রায়হান চৌঃ বলেছেন: আপনার লিখার ধরণ অনেক ভালো, অনেক সুন্দর, কিন্তু জানার পরিধি টা ! একটু কন্পিউজ্ড করে দিল :(, মাপ করবেন ভুল টা হয়তো আমারি , কিন্তু আপনার এই কথাটা আমি মোটে ও মেনে নিতে পারলাম না :(
"২০ জনকে জবাই আর গুলি করে মেরে ফেললো অবলীলায় ৫ জন 'ইসলামের সৈনিক' - সাচ্চা মুসল্মান! তার মধ্যে তিনজন ছিল বাংলাদেশি"

আপনাকে বলছি...
আপনি হয়তো জানেন না, "একজন সত্যিকারের মুসলিম কখনোই হত্যার মতো জঘন্য কাজে জড়িত থাকতে পারে না"।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:৫৫

মন থেকে বলি বলেছেন: কথাটা মেটামরফিক্যালি বলা হয়েছে।

ওই শুকর সন্তানরা কোনভাবেই ইসলামের নীতি ধারন করেনি। কিন্তু নিজেদের তাইই ভাবত।

চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৭| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০

রাতু০১ বলেছেন: তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:৫৬

মন থেকে বলি বলেছেন: সেই সাথে দোয়া

৮| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:২১

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: "লাকুম দ্বীইনিকুম ওয়ালিয়াদ্বীন - আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে" - এই শ্বাশত বাণী যারা অমান্য করে তোমাকে এই নির্মম মৃত্যু দিলো, তারা যেন এর উপযুক্ত প্রতিদান পরকালে পায়।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:০৭

মন থেকে বলি বলেছেন: এই আমার চাওয়া

৯| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৩১

অগ্নিবেশ বলেছেন: ভালো লিখেছেন, আবার বেহস্তের কথাও লিখেছেন। বেহস্তে যাওয়া নিয়ে যখন এত খুনোখুনি, তখন বেহস্তে না গেলেই তো হয়।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:০৮

মন থেকে বলি বলেছেন: যারা ভাবছে এই হলো বেহেস্তে যাওয়ার পথ, তাদের ধিক্কার।

১০| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: হলি আর্টিাজানের সকল শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা!

০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:০৯

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা

১১| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:২০

আহমেদ জী এস বলেছেন: মন থেকে বলি ,




ছবিটির চোখমুখ- মুখের অনাবিল হাসিটিই বলছে - উচ্ছ্বল, প্রানবন্ত ।
এমন একটি কোমল , নিষ্পাপ মানুষকে অহেতুক কিছু অমানুষের হাতে জীবন দিতে হলো ; এর চে' বড় দুঃখ আর নেই !
মরনের ওপারে ইশরাত যেখানেই থাকুন , তাঁর মুখের হাসিটি যেন এমনই থাকে, সৃষ্টিকর্তার কাছে এমন প্রার্থনাই রাখছি ।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:১০

মন থেকে বলি বলেছেন: স্রষ্টা যেন আপনার প্রার্থনা কবুল করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.