নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

বন্ধুরা আছে বন্ধুত্বের বাঁধনে

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪১


বন্ধুদের কথা বলি। আমি আমাদের কথা বলি।

একসাথে হলাম বহুদিন পর।
সন্ধ্যার আতশবাজিতে উচ্ছল, হাসিমাখা মুখগুলো।
হাসি আর ঠাট্টাগুলোই আতশবাজি হয়ে জ্বলে উঠল।

চেনা মুখগুলো ঝাপসা হতে গিয়েও হয়না।
স্মৃতির পিদিম অন্য সবাইকে ম্লান করে দেয়।
শুধু বন্ধুদের মনে রাখে।

পার হয়ে গেছে তিরিশটি বসন্ত।
একা থেকে দোকা হয়েছি।
জন্ম দিয়েছি নতুন প্রজন্মের।
বয়স ছাপ ফেলেছে আমাদের চামড়ায়।
চুল হারিয়েছি। কারও চোখে উঠেছে চশমা।
দাড়ি আর গোঁফের জঙ্গলে ঢেকে গেছে সেই চেনা মুখ।
শুধু হাসিগুলো একইরকম আছে।

বদলায়নি 'কেমন আছিস দোস্ত?' - সেই স্বর। সেই ডাক।
পিঠের ওপর আলতো চাপড়ের স্পর্শ, বন্ধুত্বের উষ্ণতা।
একইরকম লাগলো। আজও। তিরিশটি শীত পার করেও।

আমরা বদলেছি। বদলে গিয়েছে চারপাশ।
তবুও আজ যখন দেখা পেলাম,
বুকের ভেতর সেই একই অনুভূতির কম্পন।
আমি তীব্রভাবে উপভোগ করলাম ওদের সান্নিধ্য।

আমার বন্ধুরা। একসাথে 'আমরা' হওয়ার সেই শৈশব।
স্কুলের দুষ্টুমি ভরা সেই দিনগুলো।
কোনদিন পুরোনো না হওয়া সেই ঠাট্টাগুলো।
সহজ সরল বাড়িয়ে দেওয়া হাতগুলো।
কিচ্ছু বদলায়নি। একটুও না।

আরেকবার নতুন করে অনুভব করলামঃ
সময় বদলায়, বন্ধুত্ব বদলায় না।

#কাব্যতাড়না

(১৭ই জুন ২০১৭ | রাত ২:৩০ মিনিট)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সময় বদলায়, বন্ধুত্ব বদলায় না।
সহমত ।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৬

মন থেকে বলি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.