নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

তিনটি অনুকাব্যঃ কালোর আলো-১

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৩




১।
কৃষ্ণকলি বলি আমি তারে,
প্রতিদিন দেখি তারে নয়ন ভরে,
সুন্দরীতমা তুমি - বলেছে কতজন,
কালো মেয়ে, ভাবনা জুড়ে প্রতিক্ষন।


২।
আকাশের রূপ আমি দেখেছি
সূর্যস্নাত নয়, গভীর রাত্রিতে
কৃষ্ণপক্ষে দেখেছি তারার বাতিতে
কালো নারী তোমায় ভালবেসেছি
জীবনের সব রঙ হারালেও বলো
থাকব বেঁচে, আছে মোর সাদা কালো


৩।
কালো মেয়ে মান করেছে, বুক ভরা অভিমান
কি হতো যদি শ্যাম বর্ণ হতো
কালো মেয়ে জানে না,
হতে পারে আরেকটি ট্রয় অভিযান
তোমারই জন্য
জেনো তুমি...
কালো জগতের আলো
তুমি না হলে পৃথিবীর জন্মই হতো না।



#কাব্যতাড়না
৭ জুন ২০১৭ | রাত ৩:০৯ মিনিট

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.