নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

আরও তিনটি অণুকাব্যঃ কালোই আলো-২

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫২


১।
পৃথিবীর সবটুকু রঙ মুছে নিয়ে
ঢেলে দিলাম তোমার সোনার অঙ্গে,
তুমি আকাশ দেখ, রঙ হারিয়ে কালো হলো
কৃষ্ণপক্ষে প্রেম তাই তারার সঙ্গে।



২।
তোমার পরনে সাদা শাড়ি
ভাবছ, নিয়েছে রঙের থেকে আড়ি;
জানো তো, সাদা সত্যিই কি-
সমস্ত রঙের কাড়াকাড়ি।


৩।
একঝাঁক বক বসে আছে
জলাভূমিতে। যেন থোকা ফুল,
উড়ে গেল দাঁড়কাক কর্কষ ডেকে
প্রকৃতির সে যে এক প্রিয়তম ভুল।
সাদা আর কালো - দুটি দু'প্রান্ত
তবু....
কালো ছাড়া সাদা ফোটে - এ ধারনা ভ্রান্ত।


#কাব্যতাড়না
৭ জুন ২০১৭ | রাত ৩:০৯ মিনিট

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: অনুকাব্য ভালো লিখেছেন।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৫

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.