নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণ

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:০২



হঠাৎ দেখা, চমকে তাকাই
'কেমন আছ?' - প্রশ্ন শুধাই
স্মিত হেসে বললে তুমি
'তুমিই বল কেমন আমি'।

কয়েক পলক রই তাকিয়ে
বিষন্নতার আবছা ছায়া,
ছড়িয়ে আছে সব ছাড়িয়ে।
উধাও সুখের নীলচে কায়া
তোমার মনের আকাশ জুড়ে
তাই রয়েছে। অবাক হলাম
কী হারালে? ভেবেই গেলাম।

আমার চোখে প্রশ্ন দেখে
এগিয়ে দু'পা বললে হেসে
বুঝলে না তো? হারাই তোমায়
যেদিন জানি অন্য কারও
আপন হলে। ব্যর্থ আমায়
ছিন্ন করে দূরেই সরো
তারপরে কি আর থাকা যায়
আনন্দেতে? তুমিও বল।
বেশ তো জানো তুমিই ছিলে
এই দু'চোখের আসল আলো।

রাগ করো না। পুরোন কথা
চাইনি দিতে তোমায় ব্যাথা।
ভুলেই ছিলাম। তোমায় দেখে
পড়ল মনে সেসব কথা।
তোমার পথে তুমিই সঠিক,
আমিই না পাই পথের দেখা।
তাইত আমি আজও একা।

#কাব্যতাড়না

(১২ই জুলাই ২০১৭ | রাত ১১:৫৫ মিনিট)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.