নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

বর্ষা ও বৃষ্টির গান

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯

১।
বৃষ্টি এলো শহরে,
মনটা বলেঃ 'আহা রে!'

২।
মেঘলা দিনের ডানা,
মেঘের আনাগোনা,
বৃষ্টিধারায় ভিজে তোমায়
যাচ্ছে না তো চেনা।

৩।
বৃষ্টি এলো রিমঝিমিয়ে
মেঘরা কমায় ওজন
এমনদিনে তোমায় ভেবে
উদাস হলো এ মন।

৪।
ঝরছে বৃষ্টি টুপটাপ,
ভিজছে রাস্তা চুপচাপ।

৫।
দমকা হাওয়া দেয় উড়িয়ে
মিষ্টি মেয়ের আঁচল,
বর্ষা দমক দেয় ভিজিয়ে
চোখ সাজানো কাজল।

#কাব্যতাড়না
#বর্ষা_ও_বৃষ্টির_গান
২৫ জুলাই ২০১৭

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.