নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

মনের কথা

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫

আজকে বড্ড একলা সময়
ধুসর বিকেল ডাকছে আমায়
বললো আকাশ, 'আয় ছুটে আয়',
জমাট ধুলো বাতাস ওড়ায়।

নিথর শহর, চঞ্চলতা
আনাচ-কানাচ কথকতা।
ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ি,
সবাই নিলো আজকে আড়ি।

ভাবনা আমার মেঘের ভাঁজে,
কলম-কাগজ টেবিল খোঁজে।
আটকে দিলাম সাদা কালোয়
জ্বলবে ওরা তারার আলোয়।

এমনি করে কাব্য লেখা,
একলা হাওয়ার পরশ মাখা।
লাগছে মনে কিসের দোলা,
লেখালেখির মিষ্টি খেলা।



#কাব্যতাড়না
৪ অগাস্ট, রাত ১১:৩৭ মিনিট

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২২

তপোবণ বলেছেন: ছন্দের দারুণ মেলবন্ধন! খুব লিখেছেন কবি।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩০

মন থেকে বলি বলেছেন: নিরন্তর কৃতজ্ঞতা

২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

সনেট কবি বলেছেন: সুন্দন কবিতা

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩১

মন থেকে বলি বলেছেন: সনেট কবি যদি প্রশংসা করে তাহলে আর কি পাওয়ার বাকি থাকে?

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার :)

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩১

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.