নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

প্রেম হলো এই

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭


প্রেম হলো হৃদয়ের না বলা কথা,
প্রেম হলো দল বেঁধে তবু একা থাকা।

প্রেম হলো আমি আছি, তুমি কেন নেই?
প্রেম হলো অনেকের মাঝে খুঁজে নেওয়া 'সেই'।

প্রেম হলো আকাশকে ছুঁয়ে দেওয়া ঘুড়ি,
প্রেম হলো মেঘালোকে শুধু লুকোচুরি।

প্রেম হলো ঝগড়া, খুনসুটি, আড়ি,
প্রেম হলো এরপরই ভাব তাড়াতাড়ি।

প্রেম হলো পার্কে বাদামের খোসা,
প্রেম হলো রিকশায় কাছে ঘেঁসে বসা।

প্রেম হলো শুধু বলা তুমি-তুমি-তুমি,
প্রেম জানে তুমি ছাড়া 'আমিহীন আমি'।


#কাব্যতাড়না
৯ অগাস্ট ২০১৭ | রাত ৯:৫৫ মিনিট

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: প্রেমের অনেক অর্থ জেনে নিলাম।
ভাললাগা জানিয়ে গেলাম।
++++

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৫

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

২| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩২

বিজন রয় বলেছেন: আচ্ছা. আপনি লেখার শেষে " কাব্যতাড়না' লেখেন কেন?

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৬

মন থেকে বলি বলেছেন: কাব্যতাড়না আমার হ্যাশট্যাগ। এই তাড়না তেকেই তো লেখা। তাছাড়া পরবর্তীতে লেখাগুলো খুঁজে বের করতে সুবিধা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.