নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম পূর্ণতা

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

সেই রাতটা ছিল চাঁদের ফিনিক ফোটা।
সেই সন্ধ্যাটা ছিল তারা ঝলমল।
সেই বিকেলটা ছিল কনে দেখা আলোয়।
সেই দুপুরটা ছিল তীব্র রোদে ঝলসানো।
সেই সকালটা ছিল ঝকঝকে আলোকস্নাত।
সেই ভোরটা ছিল আবছায়া আদর মাখা।

মনে হলো, শুধু আমারই জন্যে,
প্রকৃতি সেজেছিল অন্যরকম করে।

প্রতিটা ধাপ অতিক্রম করলাম একে একে।
অনুভব করলাম প্রত্যেকটা সময়।
রোমকূপ দিয়ে মুহূর্তগুলো শুষে নিলাম আশ্লেষে।
আমার ভাললাগা ছড়িয়ে গেল অন্তনীলে।

এ এক অন্যরকম পূর্ণতা -
এ অন্যভাবে জীবনকে খুঁজে পাওয়া।


#কাব্যতাড়না

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.