নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

এ শহর ঋতু বদলায়

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪



এখনও বৃষ্টিরা আসে চুপিসারে
শহরের এলোমেলো নিঃশ্বাসে।
এখনও কাশফুল বাতাস মাখে,
কোন এক দূরের ঘাসবনে - চুপিসারে।
ঝলসানো রৌদ্রের হুটোপুটি পিচের পথে,
গড়ানো গাড়ির চাকায় রাবার পোড়া গন্ধ।
আজও মেঘেরা রঙ বদলায়, অভিমানে।
কেঁদে ফেলে অঝোর ধারায়।
রাস্তাদুটো ভিজে যায় একলা - নিশ্চিন্ত প্রতিক্ষায়।
বেসামাল বাস, মুঠো ছেঁড়া ঘাস
বাদাম খোসা ছড়ানো বেঞ্চির খাঁজে।
কাবার্ড জুড়ে হিম নিঃসাড়ে ঘুমোয়।
এখনও এখানে শীত আসে,
ফুটপাথ চাদর মুড়ি দেয় ঝরাপাতার।
এ নগরে বসন্তের শব্দ শুনি,
কোকিলের গান বাজে
কোন এক নিশ্চিন্দিপুরের দুপুরে।
এ শহরে ঋতু বদলায় আজও তার জন্য।
মন-পালাই অনুভবে আমি তাই
অপেক্ষায় তার পদশব্দের।


#কাব্যতাড়না
১৫ই অগাস্ট ২০১৭ | রাত ১২:১৬ মিনিট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.