নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

জীবনের ছোট কথা

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৫



নীল খাম, সাদা পাতা
জীবনের কথকতা
এলোমেলো কত বাঁক
ছেঁড়া ক্ষন একঝাঁক
সব আজ মনে পড়ে
মেয়েটি যে বহুদূরে।


কালো শার্ট, লাল শাড়ি
ভালবাসা বাড়াবাড়ি
একরাশ অপেক্ষায়
ফেলে আসে দিন, হায়!
ভেবে যাওয়া প্রতিক্ষন
বোকাসোকা এই মন
ভেবে যায় একলাই
শুধু চায় মন-পালাই
ভুলে গিয়ে চারপাশ
ভালবাসা একরাশ।


ধোঁয়া ওঠা কফি কাপে
খুনসুটি জমে ওঠে
ছোট ছোট 'আহ!' চুমুক
কফিশপে প্রেম জমুক
টুকটাক মৃদু কথা
ধুয়ে যাক সব ব্যাথা
সব আজ মুছে যায়
ভালবাসা তুমিময়।


গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে
এসো মাতি সৃষ্টিতে
একান্তে দু'জনে
মনহারা কুজনে
একসাথে মিলেমিশে
ভালবেসে নিঃশেষে
তোমাতেই বুঁদ হই
নিজকে আজ হারাই।


#কাব্যতাড়না
১৬ই অগাস্ট, ২০১৭ | রাত ১০:০৬ মিনিট

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫

নুর ইসলাম রফিক বলেছেন: আহা ছন্দে ছন্দে কতো ভালবাসার প্রকাশ।

বেস ছন্দময় কাব্যিক কথামাল্য।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

২| ১৭ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:১৯

এম এ কাশেম বলেছেন: ছন্দময়- সুন্দর।

শুভেচ্ছা কবি।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪

মন থেকে বলি বলেছেন: কৃতজ্ঞতা নিরন্তর

৩| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫

মন থেকে বলি বলেছেন: অন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.