নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

মনউদাসের কাব্য

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

বুকপকেটে ভাঁজ করা খাম
তোমার কথা লেখে
ড্রয়ার বোঝাই কাগজ গোছা
তোমার ছবি আঁকে।

বইয়ের পাতার পালক খুলে
নিঃশ্বাসে সুগন্ধ
জানতে যদি সুবাস নাড়ায়
বুকের হৃদস্পন্দ।

একলা আকাশ একমুঠো নেই
আলগা করে ধরা
মিষ্টিমাখা ভাবনা তোমায়
দিগবিদিক আজ হারা।

বটপাকুড়ের ডাল মেলেছে
ছায়া ঘনায় ঘাসে
চুপটি দুপুর, ঘুর্ণি ধুলো,
উড়ল আশে পাশে।

হেঁটেছিলাম শান্ত বিকেল
শুকনো পাতার ছন্দে
যাই হারিয়ে ইচ্ছেমতন
নিরুদ্দেশ আনন্দে।

ক্লান্ত আলের ধার
আমার সবুজ এ সংসার
আমি ভাবতাম, শুধু চাইতাম
তুমি ফিরবে কবে আর।

ধাপ নেমে যায় জলে
নৌকো বাঁধা ঘাট
জলের দোলায় দুলছে ছবি
ঢেউ এর ছলছলাৎ।

আবীরমাখা এই গোধুলী
ডাকলো যে আয়, আয়
সবকিছু আজ পূর্ণ হতো
পেতাম যদি তোমায়।


#কাব্যতাড়না
২৬ সেপ্টেম্বর ২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

অর্থনীতিবিদ বলেছেন: সুন্দর তো কবিতাটা।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

মন থেকে বলি বলেছেন: অর্থনীতিবিদের ভাল লাগা তো বিরাট ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.