নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অপেক্ষা

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

দিনের প্রখরতায় দগ্ধ হয়েছে যে মানুষ
তাকে তুমি খুঁজো না।
তন্ন তন্ন করে ছায়ার সন্ধানে
কেটে গেছে তীব্র তাপদাহ। গলেছে সূর্য
তার শিরা উপশিরায়।
সে অপেক্ষায় ছিল রাতের,
সাদা চাঁদ আর অন্ধকারের মেলামেশা
এনে দেবে শ্রান্তির সমাপ্তি।
বড় আশাবাদী - আঁধারকে কামনা করে
কাটিয়েছে উত্তপ্ত প্রহরগুলো।
বেলাশেষে হিসেব তো মেলেনি।
রাত তাকে দিয়েছে উপহার-
একরাশ শূন্যতা আর
ঘুমের অপেক্ষায় হাহাকার।
প্রতিক্ষা ফের দগ্ধ হবার।


#কাব্যতাড়না
৮ অক্টোবর ২০১৭, রাত ১১:০৬ মিনিট

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.