নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

লেখালিখি খেলা

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৯

তুমি লেখ?
হুঁ...লিখি তো।

কি লেখ?
এইতো, যা ইচ্ছে করে সেটাই।
শব্দমালার খেলা।

লিখতে ভাল লাগে?
না লাগলে লিখি?
লিখলে মনে হয় জানালা খুলে দিলাম।

জানো, আমারও না খুব ইচ্ছে করে।
কি? লিখতে?
হুম...কিন্তু, কিন্তু শব্দগুলো বাঁধতে পারি না যে।
ছন্দ পাইনা, সুর ও স্বর হারাই।
এভাবে কি লেখা হয়, বল?

খুব হয়।
তোমার মনের আকাশই তোমার খাতা।
তাতে যা ইচ্ছে আঁকিবুকি করো না।
মেঘের কি আকার হয়? না কি হতেই হয়?
তবে লেখার হবে কেন?
মন খুলে দাও...আঁচড় কেটে যাও।
তোমার ভাললাগাটাই সত্যি, বাকি সব দূর..দূর!

সত্যিই তো...এভাবে ভাবিনি।
এখন আমি লিখব,
প্রাণভরে, প্রাণ খুলে।
আমার 'যা ইচ্ছে তাই' লেখার খাতায়।



#কাব্যতাড়না
১১ অক্টোবর ২০১৭ | রাত ১১:০৮ মিনিট

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

মাহির মুনিম বলেছেন: তোমার মনের আকাশই তোমার খাতা।

দৃঢ় সুন্দর ভাবনা। ভালো লাগায় ভালোবাসা জমিয়ে গেলাম।
ভালো থাকুন অভ্যাসের ভেতর বাহির জুড়ে।

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

মন থেকে বলি বলেছেন: েরিতে হলেও উত্তর দেওয়া কর্তব্য। আসলে আই ডি হারিয়ে গিয়েছিলো।
অনেক অনেক ধন্যবাদ এত্তো চমতকার করে বলার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.