নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই আসুক, দুঃখ আঘাত,অন্ধ দু\'চোখ যতই বাধার সামনে দাড়াকবন্ধু তোমার স্বপ্ন দেখার, মনটা ধরে রেখো।

টি এম মাজাহর

Bangladesh

টি এম মাজাহর › বিস্তারিত পোস্টঃ

বিসিএল ফাইনাল

১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৪

দেশের শ্রেষ্ঠ ক্রিকেটাররা বিসিএলএর ফাইনাল খেলেছে অথচ, কোন রেডিও বা টিভি চ্যানেলে খেলা প্রচার হতে দেখলাম না। বরং মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখলাম রেডিওতে শোনাচ্ছে আন্তর্জাতিক জুয়ার আসর আর টিভিতে সেটা দেখাচ্ছে। দেশীয় চ্যানেলগুলার কি খেয়েদেয়ে কাজ নাই? আইপিএল দেখতে হলে দেশী চ্যানেল খুজতে যায় কোন শালার ব্যাটা । যাদের বাসায় ডিশের লাইন আছে, সে তো ইন্ডিয়ান চ্যানেলেই খেলা দেখতে পারে। এমনিতেই বাংলাদেশী একটা চ্যানেলেও দেখার মতো একটা অনুষ্ঠান ও পাওয়া যায় না, (দুই একটা অনুষ্ঠান হলেও লাগামহীন বিজ্ঞাপন আর সর্বশেষ সংবাদের জালায় দেখাটাই মুশকিল ) তার মধ্যে এইরকম কাজ করলে দেশী চ্যানেল দেখার বিন্দুমাত্র আগ্রহ থাকে না। এর চেয়ে নির্ধারিত বিজ্ঞাপন আর সময় মেইনটেইন করে দেখানো ভারতীয় বাংলা চ্যানেল দেখায় শান্তি- অন্তত সময়টা শান্তিতে কাটানো যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.