নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই আসুক, দুঃখ আঘাত,অন্ধ দু\'চোখ যতই বাধার সামনে দাড়াকবন্ধু তোমার স্বপ্ন দেখার, মনটা ধরে রেখো।

টি এম মাজাহর

Bangladesh

টি এম মাজাহর › বিস্তারিত পোস্টঃ

দাড়িওয়ালা অপরাধী, টিএসসিতে.....

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

বাহ, একটি টিভি চ্যনেলে অনেক গবেশনা করে দেখতে পেলো দাড়িওয়ালা লোক নাকি টি এস সি র ঘটনা ঘটিয়েছে। খুব ভালো, কিন্তু যে ভিডিও দেখাইসে, ওইখানে দাড়িওয়ালা যে ভয়ঙ্কর কোন আকাম করছিলো বলে দেখাতে পারলো না। যারা ঘটনার শিকার, তাদের কাওকে বলতে শোনা গেলো না দাড়িওয়ালা কেউ করেছে, আবার যারা প্রত্যক্ষদর্শী, তাদেরকেও বলতে শোনা গেলোনা দাড়িওয়ালা কেউ সেগুলো ঘটিয়েছে। অথচ ভদ্রমহিলার চার দিনের গবেষণার ফলাফল হচ্ছে এই। মনে হয়, তিনি আগে ভিডিওতে দাড়িওয়ালা খোজায় ব্যস্ত ছিলেন এবং যেই কয়টা দাড়িওয়ালার ছবি পাইছেন, ইউরেকা বলে চিতকার করে উঠলেন।
দাড়িওয়ালা সবাই খুব ভালো, এটা হলপ করে আজকাল কেউ বলতে পারবে না। দাড়িসহ মানুষদের সবাই বিশ্বাস এবং রেসপেক্ট করে, মানুষের এই দুর্বলতা কাজে লাগিয়ে দাড়ির ছদ্মবেশ ব্যবহার করে বিভিন্ন প্রতারণার শিকার হয়েছে কেউ কেউ, সেটা অনেকেই জানেন। কিন্তু একটি ধিক্কারজনক কাজে দাড়িওয়ালা লোক টার্গেট করে খুজে টিভি রিপোর্ট করার নজির এই প্রথম বলেই মনে হয়। তা পরবর্তী টার্গেট কি ওনাদের? দাড়ি রাখার ওপর নিষেধ আইন করা? এবং তার পর টার্গেট হবে.... মুক্ত করা....
আচ্ছা, এমন যদি হতো, দাড়ি না রাখাটাই ধর্মীয় ব্যাপার, আর দাড়ি রাখাটা আধুনিকতা, তাহলে কি এই ভদ্রমহিলা দাড়িবিহীন লোক খুজে বেড়াতেন??

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


আসল দাঁড়ির মালিক হচ্ছে, রবি ঠাকুর, কবি নির্মলেন্দু গুণ ও রাশিয়ার লেখক লিও তলস্তয়; দাঁডি রাখলে উনাদের মত রাখতে হবে।

২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১২

নুর ইসলাম রফিক বলেছেন: ভিডিও টা আমিও দেখেছি ভাই তার পর থেকে ভয়ে আছি আমিও যে দাড়িওয়ালা।

২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৪

টি এম মাজাহর বলেছেন: ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ থেকে শিখেছি, ধর্মীয় কারণে দাড়ি রাখতে পারাটা খুব সহজ কাজ নয়। এজন্য প্রয়োজন আত্নত্যাগ ও আত্ননিয়ন্ত্রন। দাড়ি রাখাটা যতটা না কঠিন, তার মর্যাদা রক্ষা করা তার চেয়েও কঠিন। আমাদের সমাজ দাড়িওয়ালাদের যে সম্মানের চোখে দেখে এসেছে, তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সমাজের একটি প্রভাবশালী অংশ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৩

ক্ষতিগ্রস্থ বলেছেন: ইমরান সরকার দাড়িঅলার দলে সামিল না না-সামিল?

৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টা হইল ঘটনার দোষী ছাত্রলীগ!

এইটাকে আড়াল করতে যা যা করা লাগে সব কিছু নিয়া তারা তৈরী!

কোন ফুটেজে কোন দাড়িওয়ালকে কয়বার দেখা গেছে এইটা টপ টপিকে বানালে মূল ইস্যু চাপা দিতে সহজ হয়- কথা ডাইভার্ট করাতে সুবিধা!
তেমনি এইসব ইস্যু সামনে আসলে বিতর্খটা মূল ইস্যু থেকে সরে যায়! তাদের ইচ্ছাতো সেটাই!

ধিক নরাধমদের!

ছাত্রলীগ বাঁচাতে গিয়ে নারী হয়ে নারীর জাতে বিরুদ্ধে কাজ করছি! তোদের জন্মদাত্রী মায়েরা জানলে থু দেবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.