নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই আসুক, দুঃখ আঘাত,অন্ধ দু\'চোখ যতই বাধার সামনে দাড়াকবন্ধু তোমার স্বপ্ন দেখার, মনটা ধরে রেখো।

টি এম মাজাহর

Bangladesh

টি এম মাজাহর › বিস্তারিত পোস্টঃ

না না না, কোনই কারচুপি হয় নাই।

৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৭

এই দালাল গ্রুপ গোয়েবলসকেও হার মানাবে। একদল পেইড এজেন্ট যখন পরিস্কার চুরিচামারী বারবার বলতে থাকবে চুরি হয় নাই চুরি হয় নাই চুরি হয় নাই চুরি হয় নাই , এদের বিরুদ্ধে বিবেকের তাগিদে যারা কমেন্ট করে, কথা বলে, তারা্ আর কত কথা বলবে ? তার ওপর আছে তো হামলা, মামলার ভয়। ফেসবুকে কথা বলাই রিস্কি, জীবনের ঝুকি কে নিবে ? ইতিহাস বলে, লেন্দুপ দর্জির আমন্ত্রনে যখন সিকিম মাত্র ১ ঘন্টার মধ্যে দখল হয়েছিলো, তখন কেউ রাস্তায় নেমে আসেনি। কারণ ঠিক এরকম অবস্থা তৈরী করা হয়েছিলো। একদল পেশাদার মিথ্যুকের বিরুদ্ধে একদল সাধারণ মানুষ আর কতটা ধৈর্য রাখতে পারে ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৫

সাইবার অভিযত্রী বলেছেন: ডিজিটাল বিশ্বে আপনি ঘরে বসেই সব দেখতে পাবেন ।

যেমন ঘরে বসে ২০১৫ সালে গোয়েবলস , হিটলার ইত্যাদী ।

২| ০১ লা মে, ২০১৫ রাত ১২:৩১

মতিউর রহমান মিঠু বলেছেন: সামুতে দালাল,দলকানা,পেইড ব্লগার দিয়ে ভরে গেছে, এখানে ব্লগিং করার পরিবেশ আর নেই। ভাল ভাল পুরোনো ব্লগার এখন নাই বললেই চলে, যারা আছেন তারা ঐসব দালালদের গালি খাচ্ছে।
এভাবে চললে অচিরেই জানা আপার সামুতে শুধু গালিবাজ ঐ সব ব্লগার ছাড়া ভালো কোন ব্লগার খুঁজে পাওয়া যাবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.