নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই আসুক, দুঃখ আঘাত,অন্ধ দু\'চোখ যতই বাধার সামনে দাড়াকবন্ধু তোমার স্বপ্ন দেখার, মনটা ধরে রেখো।

টি এম মাজাহর

Bangladesh

টি এম মাজাহর › বিস্তারিত পোস্টঃ

মুখ বন্ধ

২১ শে জুন, ২০১৫ রাত ১১:৪৩

সুখের বিষয়, বাংলাদেশী পাসপোর্টধারী ইন্ডিয়ানরা বাতাস বুঝে আজ অর্ধেক বালিতে মুখ গুজেছেন, বাকী অর্ধেক ভোল পাল্টে, "আমি তো বাংলাদেশই সাপোর্ট করতাম" বলে মাঠে নেমেছেন। এই পাবলিকরা পথে আসায় ভালো লাগলো। এপ্রিলে বাংলাদেশী পাসপোর্টধারী পাকিস্তানী সাপোর্টারদের মুখ বন্ধ করেছিলো টাইগারেরা, আজকে বাংলাদেশী পাসপোর্টধারী ইন্ডিয়ানদের মুখ বন্ধ করলো। বাংলাদেশ দলকে সাপোর্ট না করে যদি পাকিস্তান বা ইন্ডিয়ার সাপোর্টই করিস, তাহলে পাকিস্তান বা ইন্ডিয়ায় যাস না কেনরে বাপ! লাল সবুজের পাসপোর্ট নিস কেন তোরা। তবে, যাদের গায়ে আম গন্ধ আছে, তারা তো মুখ বন্ধ করলো, কিন্তু বিগফিস রা তো আর বন্ধ করবে না। তেনারা তেরঙ্গা পোষাক গায়ে পড়ে প্রকাশ্যে লালসবুজের পতাকা কুকুরের গায়ে পরায়, আবার ফেসবুকে ছবিও দেয়। কোন এক বিখ্যাত চেতনা ব্যবসায়ী, যিনি কিনা আবার নব্য ইসলামী চিন্তাবিদ(!) ও, আজ পত্রিকায় ওহী নাজিল করেছেন, ইন্ডিয়া-বাংলাদেশ ম্যাচে বাংলাদেশকে সাপোর্ট করা নাকি জঙ্গীবাদকে উৎসাহিত করবে!!! খোদা, এদের হেদায়েত দান করো। আর আমাদের এদের হাত থেকে রক্ষা করো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.