নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই আসুক, দুঃখ আঘাত,অন্ধ দু\'চোখ যতই বাধার সামনে দাড়াকবন্ধু তোমার স্বপ্ন দেখার, মনটা ধরে রেখো।

টি এম মাজাহর

Bangladesh

টি এম মাজাহর › বিস্তারিত পোস্টঃ

হারি জিতি এদেশের ঝান্ডাই ধরি

২৪ শে জুন, ২০১৫ বিকাল ৪:১৫

এই প্রজন্ম বরাবরই দেখেছে, নিজেদের মধ্যে খুব চিরপ্রতিদ্বন্দ্বীতা এবং জানে দুশমন সম্পর্ক থাকলেও বাংলাদেশকে বাঁশ (মন্দার্থেই) দেবার বেলায় দুটি দেশ আবার এক হয়ে যায়। এটা সবচেয়ে ভালো বলতে পারেন প্রবাসীরা। একদিকে যেমন আলীম দার বাংলাদেশকে ধরা খাওয়ানোর জন্য ইন্ডিয়ার সাথে হাত মেলায়, অন্যদিকে বাংলাদেশের কৃতিত্ব খাটো করবার জন্যেও ইন্ডিয়ার চেয়েও বড় গলা উচু করে সেই পাকিস্তান। আবার বাংলাদেশের বিরুদ্ধে জঙ্গী কার্যক্রমেও দুদেশের কি অদ্ভুত মিলে যাওয়া। একটা ছোট ঘটনাকে বিভিন্নভাবে সাজিয়ে দুদেশ থেকেই একই ভাষায় আক্রমণ চলছে। মানছি, কোন দেশেরই সিংহভাগ হয়তো এই সব অপকার্যক্রমের সাথে যুক্ত না, বরং খুবই অল্পসংখ্যক, কিন্তু কথা কিন্তু বলছে আমাদের পুরো জাতিকে নিয়ে। আর বলবেই না কেন, এই অভাগা দেশে যে একগাদা হাফ ইন্ডিয়ান এবং হাফ পাকিস্তানি বসে আছে তাদের ফোপরদালালী করবার জন্য, তা কি ওরা জানে না? একটা কথাই বলি, পলাশীর প্রান্তরে ব্রিটিশদের জয়ী করানোর পরও কিন্তু ইংরেজরা মীরজাফরদেরই নিজের হাতে সাইজ করেছিলো, ৭১ এ পুরো দেশে বিশাল দেশীয় সহায়ক বাহিনী তৈরী করার পরও কিন্তু পরাজয়ের প্রাক্কালে সেই নব্বই হাজার পাকি সৈন্যদল সেই ইন্ডিয়ার হাতেই নিজেদের সপে দিয়েছিলো। তারা নিজেদের নিরাপত্তা রক্ষা করতেই ব্যাস্ত ছিলো, ঝাড়া নয় মাস তাদের তোষামোদ করা লোকগুলোকে কিন্তু নিয়ে যায় নি। লেন্দুপ দর্জি কিন্তু নিজের হাতেই দেশ বিক্রির পর তার নতুন প্রভুদের হাতেই নির্যাতিত হয়েছিলো। কাজেই সময় থাকতে সাবধান হই, বাংলাদেশেরই তেলবাজি করি, হারি জিতি এদেশের ঝান্ডাই ধরি, বিদেশীদের বিরুদ্ধে দাড়াতে হলে আমদেরই এক হতে হবে, সেটা বুদ্ধিবৃত্তিক ই হোক বা যাই হোক না কেন।।

http://www.amadershomoys.com/newsite/2015/06/23/328592.htm#.VYpvy_mqqkp

http://www.amadershomoys.com/newsite/2015/06/23/328241.htm#.VYpv5Pmqqko

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.