নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

কবি অাবুল হাসানের মা সালেহা বেগম...

০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

কবি অাবুল হাসানের মা সালেহা বেগম...

উঠতি বয়সে অাবুল হাসানের কবিতাকে অামার বন্ধু মনে হতো। খুব ভালোবেসেছি, হাসানের কবিতাকে। ১৯৭৫ এর ২৬ নভেম্বর মা্ত্র ২৮ বছর বয়সেই প্রয়াত হলেন অাবুল হাসান। অাবুল হাসান অার নির্মলেন্দু গুণের বোহেমিয়ান জীবনের কথা প্রায় মিথ, মিড সেভেনটিজে। হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়তেন, প্রেমও করতেন ইংরেজি বিভাগের তখনকার দিনের 'অাধুনিকা' 'প‌্যান্ট পরে ক্লাশ নিতে অাসা তরুণী শিক্ষিকা' কিম্বা বিশ্ববিদ্যালয়ের করিডোর দিয়ে সিগ্রেট টানতে টানতে যে প্লাথীয় কবি ক্লাশে ঢুকতেন, সুরাইয়া খানম, তার সঙ্গে। হাসান মরে গেলে অানওয়ার অাহমেদ সম্পাদিত 'কিছুধ্বনি'র এক লেখায় প্রায়-নির্বাসিত সুরাইয়া নিজের ছাত্র-প্রেমিকের উদ্দেশ্যে লিখেছিলেন, 'হাসান ছিল অাহত, ক্ষুধার্ত সিংহ, অামি ছাড়া অার কেইবা বুঝত ওকে?' সেই সুরাইয়াও মারা গেলেন দীর্ঘকাল উত্তর অামেরিকার কোনো প্রান্তে, বৃদ্ধা হয়ে। কয়েকবছর অাগে কবি-সম্পাদক অানওয়ার অাহমেদ প্রয়াত হয়েছেন।

কিন্তু, মাত্র ২৮ বছর বয়সকাল পাড়ি দিয়ে চলে যাওয়া তরুণ কবি অাবুল হাসানের মা সালেহা বেগম এতকাল বেঁচেছিলেন। কী ভাবতেন তিনি তার অকালে মরে যাওয়া কবি ছেলেকে নিয়ে। কবিই কি নয়, 'কবির মায়ের অশ্রুবিন্দু!'

গতকাল রাতে, বড় মেয়ে বুড়ির খুলনার বাসায় ৯১/৯২ বছর বয়সে চলে গেলেন অাবুল হাসানের মা সালেহা বেগম। 'কবির মা' নামে অাবুল হাসানের একটি কবিতা ছিল। এখন মনে পড়ছে না...

কবির মা কীরকম? রবীন্দ্রনাথ লিখেছেন, মাকে অামার পড়ে নাকো মনে'।
তথ্যটি হচ্ছে, সালেহা বেগম তরুণ কবি অাবুল হাসানের মা ছিলেন। তিনি গতরাতে খুলনায় তার বড় মেয়ের বুড়ির বাসায় মারা গেলেন।



মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ রাত ১২:৩৬

নীল মনি বলেছেন: ভালো একটা তথ্য পেলুম।শুকরিয়া :)

২| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১:২৭

শরতের ছবি বলেছেন: আল্লাহ উনার বেহেস্ত নসীব করুন । রত্নগর্ভা মা । তথ্যটা আমাদের সাথে সেয়ার করলেন তাই আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.