নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

তিন তিনটি বাঘ

১০ ই জুলাই, ২০১৬ রাত ১:০১

তিন তিনটি বাঘ


বাঘ, সার্কাস দলের

সার্কাস দলের বাঘ, সে শিক্ষানবিস
সে দর্শকপ্রিয়, সে জাতীয় তারকা! যদিও, তাকে ভালোবাসে খাঁচা
খেলাচ্ছলে
উস্তাদের চোখ চোখ রেখেই তার বাঁচা; তলে তলে
বাঘের দু চোখে তখনো ঘন জঙ্গলের স্মৃতি
বাঘিনীর জন্য মায়া, স্নেহ, প্রেম
কিংবা যতটুকু
পুনশ্চ শিকারের গুপ্ত সংকেত
সার্কাস প্যান্ডেল থেকে বেরিয়ে, এইটুকু চিত্রকল্পই কি নয় যথেষ্ট উদ্ধৃতি?

বাঘ, সুন্দরবনের

গেলাম সুন্দরবনে, গোলপাতা, মেহগনি...গাছেরা সুন্দরী
পাইনি বাঘের দেখা, ক্যামেরায় অগত্যা হরিণী-টরিণীই ধরি!
আর শহরের ক্যানভাস ছেড়ে এসে, ইনস্টলেশন-ক্যাম্প করি
আর দিনের দুপুরবেলায় ঢুকে পড়ি সেই 'ঘাইহরিনীর ডাক' কবিতায়
'কোথাও অনেক বনে_যেইখানে জ্যোৎস্না আর নাই, কোথাও হরিণ আজ হতেছে শিকার
বনের ভিতরে আজ শিকারিরা আসিয়াছে'
তারা কারা? আদিগন্ত আত্মমগ্ন, অনর্থক সৃজনশীল, ভাবনা-সন্দেশে শঙ্খচিল
যেমন আমি, বাঘ দেখতে গিয়ে দেখি_কোথাও বাঘের পাড়া বনে আজ নাই


বাঘ, সুন্দর মনের

এই নিউ এলিফ্যান্ট রোডের পাশে, সোডিয়াম রজনীতে
এই কলোনিমুখর অন্ধকারে নিদ্রাহীন, গীতিনাট্যের মহড়া করে আফিম উদ্যান;
আমার ঘরেই সুন্দরবন, বাঘের পোস্টার, কারুশিল্পের কাঠের হরিণী
ঘরের দেয়াল জুড়ে জুড়ে কত কত গান-গল্প-কবিতা কুয়াশা আর জ্যোৎস্নাকবলিত চরাচরের ফটোগ্রাফি
কিন্তু আমার তো ঘুম আসে না,
ঘুম ভয়ে পালিয়ে বেড়ায় আর পলাতক ঘুমের মায়ায়
কার না-মুখে পড়ে মহাকাশ-চর্চিত দাগ?

ওঃ কী নিঃশব্দে থাবা মারে, ভয়ঙ্কর (ম্যানগ্রোভ কি নয়) সুন্দর মনের বাঘ?

............................................
২০০৪ সালের 'প্রথম অালো' ঈদ সংখ্যায় এই কবিতা ছাপা হলেও তখন সংখ্যাটি হারিয়ে গেল, কবিতাও হারাল। সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস লিখে এটি ফেরৎ পেয়েছি। দেখলাম, এখন তো অামি এই টেস্টে লিখি না। অারেক মুডে থাকি, অারেক মুডে লিখি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.