নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

লালকালো কবিতা

১৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৪



লালকালো কবিতা



লালকে কি কালো বলা যায়?
এত হত্যা, এত রক্ত অামি কীভাবে ধরতে পারি
কালো কালো অক্ষরে ছাপানো বাংলা কবিতায়?

কালো কালো শব্দে অাজ কীভাবে বাক্য গড়ে ওঠে--
থাকি সেই অসাধ্য-সংকটে!

একদিন, এই দেশে কত নদী ছিল, সেই নদী কই?
একদিন, এই দেশে কত মাঠ ছিল, সেই মাঠ কই?
ধানের ক্ষেতে রৌদ্র-ছায়ার লুকোচুরির গান কই?

তিতির ও পানকৌড়ি ছিল, পাখি কই পাখি কই?
যদি পড়ি অামাদের কবিতার পুরনো বই_
দেখি, পালতোলা কত নৌকা বয়ে যাচ্ছে
বইয়ের মধ্যে, কালো কালো অক্ষরে
ছিপছিপে কিশোরীর ছন্দ, ঘুঙুর
ছাপা হয়ে অাছে
ব্যথা-ভালোবাসা, পুষ্পঘ্রাণ ছাপা হয়ে অাছে

এভাবেই, কবিতার মধ্যে লুকিয়ে কবির স্বপ্ন বাঁচে

কি লেখা হবে কাগজে মাঠহীন, নদীহীন বসন্তহীনে
রক্ত দিয়ে কবিতাকে ছাপিয়ে দাও অাজিকার দিনে

পাঠকও পড়তে পড়তে উঠুক নিজেকে চিনে_
কেন সে কবিতা পড়তে চায়!
কী লাভ তার, অাহত হয়ে, ব্যাধের শিকারে!

হাহাকার অাকার পাচ্ছে, দেখতে দেখতে
কেন যে পরেরদিন অারেকটু হাহাকার বাড়ে!

রক্তের কবিতা লিখিত হচ্ছে কালো কালো অক্ষরে

১৫ জুলাই, ২০১৬. প্রথম অালো সাময়িকী

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৬

আহম কামাল বলেছেন: কবিতাটি ভালো লেগেছে। নতুনত্ব আছে। আছে হারানো দিনের আকুলতা। আছে দেশ প্রেম।



অব্যাহত থাকুক কবিতা ছন্দ, দেশ ও মানুষ-এর কষ্ট কথা।
। শুভেচ্ছা ।। ধন্যবাদ।

২| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:১০

এখওয়ানআখী বলেছেন: কবিতা যেমনই হোক বিষয় চমৎকার। বেঁচে থাকুক কবিতা যেমন হোক তেমনই।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:০৪

মানসী বলেছেন: সত্যিই আমি আপনার কবিতার একনিষ্ঠ ভক্ত।

তবে আপনার উপরে খুব রাগ হয়, ভীষণ ভীষণ রাগ।

আপনি কী বোঝেন না- আজ আমরা বড় একা আপনার মতো কবিদেরকে ছাড়া ? কোনো রকম প্রত্যুত্তর না দিয়ে কেন এতো একা করে দেন আমাদেরকে ?

৪| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

অ্যাজুরিল বলেছেন: সুন্দর কবিতায় ভাললাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.