নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

জঙ্গলের দিকে ১ ও ৩

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪০

::জঙ্গলের দিকে::

কারা এসেছিল জঙ্গলের দিকে?

আর আমিও কত কিছু, আমিও কত কী, আমিও জিজ্ঞাসার লোভে
বেঁচে থাকা চেয়ে, ভাষাময় বর্ণমালার প্রহেলিকা লিখে লিখে
এসেছি জঙ্গলে, কী মনে হয়, বনদেবী আমার সঙ্গে শোবে?
শুকনো পাতার বিছানায় শীৎকার শুনে বাঘ এসে থমকে দাঁড়াবে?
জঙ্গলে কি রূপান্তরিত হতে পারব? ফুল-পাতা বা পাখি হতে পারব?
এরপর, আমার মধ্যে কি কোনো প্রকার গাছ দেখা যাবে?

কে যেন বলেছিল, আসলে পাতার মর্মর বলে কিছু নেই!
সবই কিছু কথা, প্রেমালাপ বা কোনো এক সময়ের শ্বাস-প্রশ্বাসের ধ্বনি
কারা রেখে গেছে? কারা এসেছিল জঙ্গলের দিকে? তারাও কি দিবস ও রজনী
কারও আশায় ছিল...এইসব প্রশ্ন মনে আসে, এসব প্রশ্নও ভালো লাগে
আবার এমনিই মনে হয়, ঘর ছেড়ে কেন জঙ্গলে আসিনি আগে!

আজ এসেছি জঙ্গলে, যদি পাঠ্যবই থেকে বেরিয়ে যেতে পারি
যদি মাত্রাবৃত্ত-মধবিত্ত থেকে নিষ্কৃতি পাই, সেই আশায়

যদি একবার কোনোভাবে বাঘ হয়ে যেতে পারি, সেই আশায়
কারণ, আমি তোমার মধ্যে একটি হরিণীর পলায়নপরতা দেখেছি

বাঘ সেই পলায়নপরতা ভালোবাসে বলেই
আমি এসেছি জঙ্গলে


::পরবর্তী কবিতার বই::


পরবর্তী কবিতাগুলো গাছ হতে চায়
পরবর্তী বাক্যগুলো ডালপালা হতে চায়
পরবর্তী শব্দগুলো পাতা-টাতা হতে চায়

ভাব, ঝিরিঝিরি হাওয়ায়
যেহেতু যাচ্ছি লিখে
পরবর্তী কবিতার বই, জঙ্গলের দিকে

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.