নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

\'কাঁটা দ্য ফিল্ম\' এর অডিশন নিউজ...

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:১২

'কাঁটা দ্য ফিল্ম' এর অডিশন নিউজ...
..........................
'চরিত্রের প্রযোজনে নতুন মুখ' শীর্ষক বিজ্ঞাপনহেতু অ্যাপ্লিকেশন [email protected] তে জমা পড়ে। অসম্পূর্ণ সিভি বা পূর্ণ তথ্যাদি না-থাকা সিভিগুলো ইমেল থেকে ডাউনলোডের সময়ই বাদ পড়ে যায় শতখানেক অ্যাপ্লিকেন্টস। অনেকে, একাই সিভি সেইন্ড করেছেন অসংখ্যবার। ২০ বারও। এরপর বাকি অাটশো অ্যাপ্লিকেন্টস থেকে 'কাঁটা দ্য ফিল্ম' টিম সার্চ করতে থাকে ছবির চরিত্র অনুযায়ী চরিত্রদের। অাটশো থেকে সংখ্যাটা নেমে দাঁড়ায় ৪০০ তে। সেখানেও চলে বাছাই। অ্যাপ্লিকেন্টস থাকে ২৮৭ জনে। সেখান থেকেই অডিশনে ডাকাডাকি হচ্ছে। দেড়শোর অধিক চরিত্র 'কাঁটা দ্য ফিল্ম' চিত্রনাট্যে। তাদের খুঁজে পেতে হবে। তারা কেউ ১৯৮৯-৯০ সালের মানুষ, কেউ ১৯৭১ সালের মানুষ। অার কেউ ১৯৬৪ সালের মানুষ। মানুষগুলো নারিন্দার ভূতের গলির বাসিন্দা। মানুষগুলোকে প্রথমে দেখেছেন পুরোনো ঢাকার কত্থক শহীদুল জহির। এখন তা সিনেমায় দেখানোর দায়িত্ব 'কাঁটা' টিমের। সেকারণেই, কোনো নায়ক-নায়িকার সন্ধান নয়, 'কাঁটা' টিম খুঁজছে একটি মহল্লার নানান বয়ে মানুষকে। অন্তত দেড়শোর অধিক।
অডিশনে যদি কেউ ডাক না পান, ধরে নিতে হবে 'কাঁটা দ্য ফিল্ম' চিত্রনাট্যের চরিত্র তিনি নন। এতে হতাশ হবার কিছু নেই। 'কাঁটা' টিম জানে, মনেও করবে, অাপনি এই টিমেরই মানুষ। অাপনার সঙ্গে অামাদের দেখা হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:২৭

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: আবেদন কিভাবে করতে হবে অডিশনের জন্য ?

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২

সারা জীবন ভােলাবাসব বলেছেন: issshhh...!! jodi ei news ta agee porte partam tahole onk valo korte partam. kintu poster a details deynai. "Kaanta the film" ei type kono likha chilona may b. only email address ta number deya chilo. seta thekei application korechi. bakita waiting. hopefully........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.